তুরস্কের ইস্তাম্বুলের মেয়র চীনের মহামারী প্রতিরোধ বইয়ের তুর্কি সংস্করণের জন্য সুপারিশ করেছেন
  2020-05-12 13:46:24  cri
স্থানীয় সময় ২ মে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও পোস্ট করেন। এটি অনেক নেটিজেনের প্রচুর দৃষ্টি আকর্ষণ করে। দেখা যায় ভিডিওতে ইমামোগলু "প্রফেসর জাং ওয়েনহংয়ের নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পদ্ধতি" বইয়ের তুর্কি সংস্করণের জন্য সুপারিশ করেন। বইটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে এবং এরপর বহু দেশে তা প্রকাশিত হয়েছে।

নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাব তুরস্ককে প্রভাবিত করেছে। তাই ভাইরাস প্রতিরোধের কাজ আরও ভালভাবে করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে জনগণকে সহায়তা করার জন্য তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু ব্যক্তিগতভাবে তুর্কি জনগণকে একটি ভিডিওবার্তা দেন। ভিডিওতে তিনি "প্রফেসর জাং ওয়েনহংয়ের নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পদ্ধতি" বইয়ের তুর্কি সংস্করণটির জন্য সুপারিশ করেন। তিনি ভিডিওতে বলেন, "এই বইয়ের লেখক হলেন চীনের শাংহাইয়ের নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মোকাবিলার বিশেষজ্ঞ গ্রুপের নেতা অধ্যাপক জাং ওয়েনহং। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে চীন বিশ্বের প্রথম দেশ এবং মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের সফল হাওয়ার অভিজ্ঞতা অর্জনকারী প্রথম দেশ চীন। তাই আমি মনে করি, এ বইয়ে উল্লেখ করা অভিজ্ঞতাগুলি খুবই গুরুত্বপূর্ণ। "

ইস্তাম্বুলে চীনের কনস্যুলেট জেনারেলের মুখপাত্র ইয়াং ইউন বলেন, তুরস্কে নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী শুরু হলে স্থানীয় সরকারের কর্মকর্তারা বার বার মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে চীনের অভিজ্ঞতার গুরুত্ব সম্পর্কে কথা বলেন এবং চীনের মহামারীবিরোধী অভিজ্ঞতা থেকে শেখার ইচ্ছা প্রকাশ করেন। সুতরাং, এ বইটি প্রকাশিত হওয়ার খবর জানতে পেরে কনস্যুলেট জেনারেল তাত্ক্ষণিকভাবে স্থানীয় তুর্কি প্রকাশনা সংস্থার সঙ্গে যোগাযোগ করেন এবং বইটির অনুবাদ ও প্রকাশে সহযোগিতা করেন।

বইটি প্রকাশের দায়িত্বে থাকা তুর্কি প্রকাশনার কর্মকর্তা বলেন যে, তুরস্কের এন্টি-মহামারীর কাজে বইটির তুর্কি সংস্করণ দুর্দান্ত নির্দেশনা দিয়েছে।

তিনি বলেন, তুর্কি জনগণ এ বই থেকে সরাসরি মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে চীনের অভিজ্ঞতা শিখতে পেরেছে। একই সাথে, আমি মনে করি এটি চীনের প্রতি আন্তর্জাতিক সমাজের বিভিন্ন ভুল আচরণের সঠিক জবাব।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040