পাকিস্তানে কোভিড-১৯ রোগে ৩০ হাজারেও বেশি মানুষ আক্রান্ত
  2020-05-11 11:45:16  cri
মে ১১: গতকাল (রোববার) পাকিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, এ পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৩৩৪জন এবং মারা গেছে ৬৫৯জন।

পরিসংখ্যানে দেখা যায়, পাকিস্তানে কোভিড-১৯ মহামারী দ্রুত ছড়িয়ে পড়ছে। গত ৫ থেকে ৯ মে পর্যন্ত দৈনিক প্রায় ১৬০০ রোগী শনাক্ত হয়েছে। এ প্রেক্ষাপটে দেশের ভাইরাস পরীক্ষার হার অনেক বাড়ানো হয়েছে; এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৮৪ হাজার মানুষের ভাইরাস পরীক্ষা করা হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশ ও পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশে মহামারীর অবস্থা সবচেয়ে গুরুতর; আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১১ হাজার ৪৮০জন ও ১১ হাজার ৯৩জন।

এদিকে, গত ৭ মে পাক সরকার এক ঘোষণায় জানায়, ৯ মে থেকে দেশটিতে ধীরে ধীরে নির্মাণশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন কারখানার উৎপাদন ও অফিস-আদালতের কাজ শুরু হবে এবং বাজার খোলা থাকবে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040