এ ছাড়া, আরও বেশি গণমাধ্যম অস্ট্রেলিয়ায় মার্কিন দূতাবাসের কর্মকর্তার মিথ্যা তথ্য প্রকাশ করে চীনকে অভিযুক্ত করার নিন্দা করে। জার্মানির নর্স জার্মান ব্রডকাস্টিং ৭ মে প্রকাশিত খবরে বলেছে, জার্মানির ফেডারেল গোয়েন্দা সংস্থা 'পাঁচ চোখ জোট'-এর সদস্যদেশগুলোর তথ্য তদন্ত করেছে। কিন্তু সব সংস্থা এ গোপন ফাইল সম্পর্কে জানে না।
আসলে কোভিড-১৯ উহানের পরীক্ষাগারে তৈরী হয়েছে মর্মে একশ্রেণির মার্কিন রাজনীতিবিদ যে অভিযোগ করছেন, তার কোনো ভিত্তি নেই। যুক্তরাষ্ট্র নিজের মিত্রদের নিয়ে একটি জোট গড়ে তুলেছে। কিন্তু মিত্ররাও সেদেশের মতো মিথ্যা কথা বলতে চায় না। (ছাই/আলিম/তুহিনা)