কোনো কোনো মার্কিন রাজনীতিবিদের মিথ্যাচার ব্যর্থ হবে: সিআরআই সম্পাদকীয়
  2020-05-10 18:40:19  cri
মে ১০: স্থানীয় সময় ৭ মে অস্ট্রেলিয়ার 'সিডনি মর্নিং হেরাল্ড' পত্রিকা 'উহান পরীক্ষাগার সম্পর্কে যুক্তরাষ্ট্রের অযাচিত দাবি নিয়ে অস্ট্রেলিয়া চিন্তিত' শীর্ষক সম্পাদকীয় প্রকাশ করে। সম্পাদকীয়তে বলা হয়, অস্ট্রেলিয়া সরকার ও তথ্যমহলের উচ্চ পর্যায় সম্প্রতি অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত 'পাঁচ চোখ জোট'-এর গোপন ফাইল নিয়ে সন্দেহ করে। এ তথাকথিত গোপন ফাইল ক্যানবেরায় মার্কিন দূতাবাসের একজন কর্মী ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমকে সরবরাহ করেন।

এ ছাড়া, আরও বেশি গণমাধ্যম অস্ট্রেলিয়ায় মার্কিন দূতাবাসের কর্মকর্তার মিথ্যা তথ্য প্রকাশ করে চীনকে অভিযুক্ত করার নিন্দা করে। জার্মানির নর্স জার্মান ব্রডকাস্টিং ৭ মে প্রকাশিত খবরে বলেছে, জার্মানির ফেডারেল গোয়েন্দা সংস্থা 'পাঁচ চোখ জোট'-এর সদস্যদেশগুলোর তথ্য তদন্ত করেছে। কিন্তু সব সংস্থা এ গোপন ফাইল সম্পর্কে জানে না।

আসলে কোভিড-১৯ উহানের পরীক্ষাগারে তৈরী হয়েছে মর্মে একশ্রেণির মার্কিন রাজনীতিবিদ যে অভিযোগ করছেন, তার কোনো ভিত্তি নেই। যুক্তরাষ্ট্র নিজের মিত্রদের নিয়ে একটি জোট গড়ে তুলেছে। কিন্তু মিত্ররাও সেদেশের মতো মিথ্যা কথা বলতে চায় না। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040