ট্রাম্প প্রশাসনের মিথ্যাচারের সমালোচনা করলেন জেফ্রি ডি স্যাক্স
  2020-05-09 17:05:46  cri
মে ৯: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়ন কেন্দ্রের অধ্যাপক ও পরিচালক অর্থনীতিবিদ জেফ্রি ডি স্যাকস সম্প্রতি সিএনএন-এ ডোনাল্ড ট্রাম্প সরকারের মিথ্যাচারের নিন্দা করেন।

তিনি বলেন, চীনের বিরুদ্ধে মার্কিন সরকারের অভিযোগের কোনো প্রমাণ বা ভিত্তি নাই। যদি উহান পৌর সরকার আগেই পরীক্ষাগার ভাইরাস দুর্ঘটনা কথা জেনে থাকবে, তবে কেন তারা বসন্ত উত্সবের উদযাপনী অনুষ্ঠান আয়োজন করেছিল?

তিনি বলেন, আসলে কোভিড-১৯ হলো এক ধরণের নতুন ভাইরাস। এ ধরনের নতুন ভাইরাস যখন প্রথম ছড়িয়ে পড়ে, তখন প্রাথমিক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি অনিবার্য। পৌর সরকার প্রাথমিক পর্যায়ে কিছু ভুল করেছে, এ কথা সত্যি। কিন্তু চীনের কেন্দ্রীয় সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি সামলে নিয়েছে।

তিনি আরও বলেন, ট্রাম্প ও মাইক পম্পেওকে ইন্টেলিজেন্স থেকে বার বার সতর্ক করা হয়েছে ভাইরাসের প্রকোপ সম্পর্কে। কিন্তু তারা পাত্তা দেননি। এখন তারা চীনের ওপর দায় চাপিয়ে দিয়ে রেহাই পেতে চাচ্ছেন, যা লজ্জাজনক। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040