কোভিড-১৯ প্রতিরোধে পাকিস্তানকে চীনা গণমুক্তিফৌজের চিকিত্সকদলের সহায়তা
  2020-05-09 14:56:52  cri
মে ৯: ৮ মে বিকালে, কোভিড-১৯ প্রতিরোধে পাকিস্তানকে সহায়তা করতে, চীনা গণমুক্তিফৌজের চিকিত্সকদল পাকিস্তানে চীনা দুতাবাসে প্রবাসী চীনা, সেদেশের চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোতে কর্মরত চীনা, এবং পাকিস্তানে চীনা ছাত্রছাত্রীদের প্রতিনিধিদের সাথে ভিডিও-সম্মেলনে মত বিনিময় করে। চিকিত্সকদল কোভিড-১৯ প্রতিরোধ ও চিকিত্সা সম্পর্কে চীনা প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। জানা গেছে, এ দলটি পাকিস্তানে আসার পর, পাক সামরিক হাসপাতালের চিকিত্সকদের সাথে মত ও অভিজ্ঞতা বিনিময় করেছে। তাঁরা পাক চিকিত্সকদেরকে কোভিড-১৯ চিকিত্সা-পদ্ধতি আরও উন্নত করতে সাহায্য করেন।

এ বারের গণমুক্তিফৌজের চিকিত্সকদল হচ্ছে চীনা সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া দ্বিতীয় দফার সহায়তাদল। মোট ১০ জন বিশেষজ্ঞ নিয়ে দলটি গঠিত। এই চিকিত্সকরা শুধু কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তদের চিকিত্সায় অভিজ্ঞ, তা নয়; তারা ইবোলা ও সার্সের রোগীদের চিকিত্সায়ও অভিজ্ঞ।

এবারের চিকিত্সকদলের প্রধান চৌ ফেই হু বলেন, "বিগত এক সপ্তাহের বেশি সময়ে, আমরা আশেপাশের অঞ্চলের ৮টি পাক সামরিক হাসপাতাল পরিদর্শন করেছি। সেখানকার চিকিত্সকদের সাথে গভীর মত বিনিময় করেছি। আমরা চীনের কোভিড-১৯ প্রতিরোধক অভিজ্ঞতা তুলে ধরেছি, তারাও তাদের চিকিত্সার প্রক্রিয়া আমাদের জানিয়েছেন। কোভিড-১৯ প্রতিরোধ ও চিকিত্সায় তাদেরকে আমরা যেসব সাহায্য ও পরামর্শ দিয়েছি, সেগুলো তাদের জন্য অনেক সহায়ক প্রমাণিত হয়েছে।"

গণমুক্তিফৌজের চিকিত্সকদল একাধিক পাক সামরিক হাসপাতাল পরিদের্শনের পর বলেছে, মহামারী প্রতিরোধের ওপর পাক সরকার ও বাহিনী অত্যন্ত গুরুত্ব দেয়। তাদের প্রতিরোধের ব্যবস্থাও তুলনামূলকভাবে সুষ্ঠ। কিছু ভালো ফলও তারা পেয়েছে। কিন্তু পাক সাধারণ মানুষের কোভিড-১৯ প্রতিরোধের চিন্তাধারা আরও স্বচ্ছ করা উচিত। চীনা চিকিত্সক সু ইন চে বলেন,

আমরা দেখেছি, মাস্ক পরার ক্ষেত্রে সচেতনতা ও কিভাবে মাস্ক পরতে হবে—এ নিয়ে পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে জানাশোনার অভাব রয়েছে। বিশেষ করে চীনাদের তুলনায়। সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারেও তাদের জানাশোনা উন্নত করা উচিত। পাক সরকার ও বাহিনী ইতোমধ্যেই সংশ্লিষ্ট প্রতিরোধক ব্যবস্থা নিয়েছে। আমরা আশা করি, পাক পক্ষের সঙ্গে একযোগে কাজ করে সাধারণ মানুষের ভাইরাস-প্রতিরোধক জ্ঞান বৃদ্ধিতে আমরা সফল হবো।"

চীনা চিকিত্সকদল পাকিস্তানের ভাইরাস গবেষণা ইন্সটিটিউট পরিদর্শন করেন। তাদের টেস্টিং ক্ষমতা উন্নয়নে সাহায্য করেন। চীনা চিকিত্সক লি মিয়ান ইয়াং বলেন, পাকিস্তানের ভাইরাস গবেষণা ইন্সটিটিউটের টেস্টের পরিমাণ ও মান ভাল। একটি ল্যাবরেটরি প্রতিদিন ৭০০টি টেস্ট করতে পারে, যা সন্তোষজনক। আমরা তাদের সঙ্গে আরও বিস্তারিত জ্ঞান বিনিময় করব। তাদের টেস্টিং ক্ষমতা বাড়াতে সাহায্য করব।"

গণমুক্তিফৌজের চিকিত্সকদল পাকিস্তানে আরও এক মাসেও বেশি সময় থাকবেন। ভবিষ্যতে আরো হাসপাতালের ফ্রন্টলাইনে যাবেন তারা।

এদিকে, পাকিস্তানে প্রতিরোধক ব্যবস্থা শিথিল করার সিদ্ধান্ত নেয়া হয়। চীনা চিকিত্সকদলটি এই প্রেক্ষাপটে পাকিস্তানে বসবাসকারী চীনাদের প্রতিরোধক-গাইডলাইন দিয়েছে। দলটি সেখানকার চীনাদের জন্য হটলাইনসেবা চালু করেছে। দলটির প্রধান চৌ ফেই হু বলেন, "মহামারীর বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে শিথিলতা দেখানো চলবে না। স্থানীয় মহামারী পরিস্থিতি এখনও বিপজ্জনক। সবাইকে প্রতিরোধক-ব্যবস্থা নিয়েই চলতে হবে; চলা উচিত। আমরা হটলাইন সেবা দিতে শুরু করেছি। পাকিস্তানে প্রবাসী চীনাদের কার্যকরভাবে সাহায্য দিয়ে যাব আমরা।"

(আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040