শ্রম দিবসের ছুটিতে মহামারীর অবস্থা স্থিতিশীল ছিলো
  2020-05-08 16:34:44  cri

মে ৮: চীনে শ্রম দিবসের ছুটির সময় মহামারী পরিস্থিতি স্থিতিশীল ছিলো। আজ (শুক্রবার) সকাল ১০টায় রাষ্ট্রীয় পরিষদের এক প্রেস ব্রিফিং থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রেস ব্রিফিংয়ে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপ-মহাপরিচালক লি বিন বলেন, গোটা সমাজের সম্মিলিত প্রচেষ্টায় ছুটির সময় মহামারী স্থিতিশীল ছিলো। অজানা উত্স থেকে সংক্রমণ ও গুচ্ছ মহামারীও দেখা যায় নি। উপসর্গহীন সংক্রমণের সংখ্যা টানা কমে আসছে। মহামারী ভালোর দিকে যাওয়ার প্রবণতা পরিবর্তিত হয়নি বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, শ্রম দিবসের ছুটিতে চীনের রাষ্ট্রীয় পরিষদের পাঠানো যোগাযোগ দ্রুত ও তত্ত্বাবধান গ্রুপ পৃথক পৃথকভাবে হুপেই ও হেইলোংচিয়াং প্রদেশে ছুটি চলাকালীন মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কাজ বাস্তবায়ন তত্ত্বাবধান করেছে। চীনের হেইলোংচিয়াং, ইনারমঙ্গোলিয়া, ইউননান, কুয়াংসি, লিয়াওনিং, তিব্বত ও সিনচিয়াং এ ৮টি সীমান্ত প্রদেশে বিদেশেফেরত রোগীর তত্ত্বাবধান কাজ চালানোর জন্য জাতীয় স্বাস্থ্য কমিশন নির্দেশনা গ্রুপও পাঠিয়েছে।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040