'নভেল করোনাভাইরাস গবেষণাগার থেকে এসেছে'- এমন মন্তব্য একেবারে ভুল: মার্কিন বিশেষজ্ঞ
  2020-05-08 15:59:48  cri

মে ৮: চীনের ওপর দোষ চাপানোর জন্য মার্কিন সরকার 'নভেল করোনাভাইরাস চীনের গবেষণাগার থেকে এসেছে' এমন ষড়যন্ত্র তত্ত্ব প্রচারণা করে আসছে। তবে এসব মন্তব্য মার্কিন সরকারের অভ্যন্তরে স্ববিরোধও সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহলের বিশেষজ্ঞ ও পণ্ডিতরা এর তীব্র সমালোচনা করেছেন।

গতকাল (বৃহস্পতিবার) পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের জীবাণুবিজ্ঞানের অধ্যাপক ফ্রেদেরিক বুশম্যান চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি'র কাছে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, নভেল করোনাভাইরাস গবেষণাগারে তৈরি? কী বাজে কথা! তিনি বলেন, বাদুড়ের শরীরে পাওয়া ভাইরাসের সঙ্গে নভেল করোনাভাইরাসের মিল আছে, তবে তা একই ভাইরাস নয়। যদি আমরা বলি, ভাইরাস বাদুড় থেকে এসেছে, তাহলেই সবকিছু বোঝা যায়। ভাইরাস প্যাঙ্গোলিন বা অন্য পশু, মাঝারি প্রাণী হোস্টের মাধ্যমে অন্য পশুর মধ্যে ছড়িয়ে পড়ে, তারপর মানুষের মধ্যে ছড়ায়। তা ছাড়া, তিনি এইড্‌স, হন্তাভাইরাস ফুসফুসের রোগ ও মার্স ভাইরাসের উদাহরণ হিসেবে প্রকৃতিতে ভাইরাসের বিবর্তনের প্রক্রিয়া তুলে ধরেন। তিনি সুস্পষ্টভাবে বলেন, নভেল করোনাভাইরাস গবেষণাগারে তৈরি জৈব রাসায়নিক অস্ত্র নয়।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040