নভেল করোনাভাইরাস মোকাবেলায় ট্রাম্পের নির্দেশনা
  2020-05-07 16:37:32  cri
মে ৭: নভেল করোনাভাইরাস মহামারী মোকাবিলা-বিষয়ক হোয়াইট হাউসের কর্মগ্রুপের কাজ অব্যাহতভাবে চলবে। তবে কাজের গুরুত্বপূর্ণ নিরাপত্তার বিষয় ও আমেরিকার লকডাউন প্রত্যাহারের ওপর নির্ভর করা উচিত্। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (বুধবার) গণমাধ্যমে এসব কথা বলেছেন।

এর আগের দিন হোয়াইট হাউস জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে মহামারী মোকাবিলাসংক্রান্ত কর্মগ্রুপ ভেঙ্গে দেওয়া হতে পারে। এর সমালোচনা করেছে বেশ কয়েকটি প্রধান গণমাধ্যম। তারপর ট্রাম্প বুধবার গণমাধ্যমে বলেন, কর্মগ্রুপ সম্পর্কে মার্কিন জনগণের মূল্যায়ন বোঝার পর তিনি কর্মগ্রুপে আরো ২/৩ জন সদস্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে, তিনি যে কোনো সময় কর্মগ্রুপ ভেঙ্গে দেবেন বলে জানান।

ট্রাম্প আরও বলেন, নভেল করোনাভাইরাস এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ হামলা। ১৯৪১ সালে পার্ল হারবারে জাপানি বাহিনীর অচমকা হামলা ও ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার চেয়ে এ মহামারী অনেক বেশি ভয়াবহ। তবে দেশে অনির্দিষ্টকাল লকডাউন, ব্যবসা ও পরিবহন বন্ধসহ বিভিন্ন প্রতিরোধব্যবস্থা বজায় রাখা সম্ভব হবে না বলে তিনি মনে করেন।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040