বিশ্বে প্রতিদিন নতুন ৮০ হাজার মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হচ্ছে
  2020-05-07 16:35:43  cri
মে ৭: এপ্রিলের পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু প্রতিদিন নতুন করে প্রায় ৮০ হাজার মানুষের কোভিড-১৯ রোগে আক্রান্তের রিপোর্ট পাচ্ছে। পশ্চিম ইউরোপে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও পূর্ব ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব ভূমধ্যসাগর এবং আমেরিকায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। তাই প্রতিটি দেশ ও অঞ্চলের নিজেদের সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত্।

গতকাল (বুধবার) হু'র মহাপরিচালক তেদ্রোস আধানম এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারী মৌলিক স্বাস্থ্য সেবা গুরুতর ক্ষতিগ্রস্ত করেছে। মহামারী সংকটের বর্তমান অসমান অবস্থা তীব্রতর হতে পারে। বিভিন্ন দেশের পর্যায়ক্রমে লকডাউন ব্যবস্থা উঠিয়ে নেওয়া উচিত্। শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা হলো অর্থনীতি পুনরুদ্ধারের ভিত্তি। স্বাস্থ্য খাতে সারা বিশ্বে ব্যয় হয় প্রায় ৭.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং এ সংখ্যা বিশ্বের মোট জিডিপি'র ১০ শতাংশ।

বর্তমানে নভেল করোনাভাইরাস মহামারী মোকাবিলার সঙ্গে সঙ্গে পরবর্তী মহামারীর জন্য প্রস্তুতি নেওয়া উচিত্ বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। (লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040