চীনের মহাকাশকেন্দ্রের ওজন ৬০ টন। এটি ১০ বছর কার্যকর থাকবে। যথাযথভাবে ব্যবহার ও রক্ষা করতে পারলে এটি আরও বেশি সময় কার্যকর থাকবে। এতে তিনজন নভোচারী থাকতে পারবেন। নভোচারীদের পালা পরিবর্তনের সময় ৬জন থাকতে পারবেন। ভবিষ্যত উন্নয়নের চাহিদা অনুযায়ী, স্টেশনের আকার আরও বাড়ানো যাবে।
চৌ চিয়ান পিং জানান, বর্তমানে প্রথম দফায় বিশ্বের ১৭টি দেশের ৯টি প্রকল্প চীনের মহাকাশকেন্দ্রের আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্পের আওতাভুক্ত হয়েছে।
(শুয়েই/তৌহিদ)