বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের হংকংয়ের গায়িকা ও অভিনেত্রী চৌ হুই মিনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি গত শতাব্দীর ৯০ দশকে চীনের হংকংয়ের সংগীত মহলের প্রতিনিধিত্বকারী গায়িকা, এবং চীন ও পূর্ব এশিয়ায় সবচেয়ে জনপ্রিয় শিল্পীর মধ্যে অন্যতম। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা চৌ হুই মিনের কিছু সুন্দর গান শুনবো।
অনুষ্ঠানের শুরুতে চৌ হুন মিনের সবচেয়ে জনপ্রিয় গানের অন্যতম 'সবচেয়ে বেশি ভালোবাসি' শুনবো। গানটি ১৯৯৩ সালে প্রকাশিত হয়। গানে ধনী বা দরিদ্র, সুস্থ বা রোগ, যে কোনো অবস্থায় প্রিয় লোকের সঙ্গে ভালোবাসার আন্তরিকতাপূর্ণ মনের কথা বলা হয়। বন্ধুরা, এখন খুব সুন্দর এই গানটি শুনবো।
গান ১
চৌ হুই মিন ১৯৬৭ সালে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের আগে তার বাবা মারা যান। তিনি মায়ের আদর-যত্নে বড় হয়েছেন। ১৯৮৬ সালে ১৯ বছর বয়সের চৌ হুই মিন হংকংয়ের একটি সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং রানার্স আপ হন। এরপর তিনি হংকং রেডিও স্টেশনে যোগ দেন। তিনি একসময় কোনো গান গাননি, বরং ডিজে হিসেবে কাজ করতেন। তিনি কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ১৯৮৮ সালে চৌ হুই মিন তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন।
বন্ধুরা, এখন এই অ্যালবামে চৌ হুই মিনের একটি জনপ্রিয় গান 'অপরিবর্তিত মন' শুনবো।
গান ২
১৯৮৯ সালে চৌ হুই মিন হংকং টিভি স্টেশনের সংগীত অ্যাওয়ার্ডসের সবচেয়ে সম্ভাবনাময় গায়িকার পুরস্কার পান। ১৯৯০ সালে তিনি একটি টিভি সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেন, আর তার অভিনয় অনেকেই বেশ পছন্দ করে। একই বছর চৌ হুই মিন নতুন অ্যালবাম প্রকাশ করেন এবং তা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এর ১০ লাখ কপি বিক্রি হয় ও নতুন রেকর্ড সৃষ্টি করে।
বন্ধুরা, এখন একসঙ্গে সেই অ্যালবামে চৌ হুই মিনের একটি সুন্দর গান 'সেই দূরের জায়গা'।
গান ৩
১৯৯১ সালে চৌ হুই মিন রেডিও স্টেশনের কাজ ছেড়ে দেন। তিনি তখন শুধু অভিনয় ও সংগীতের কাজ করার সিদ্ধান্ত নেন। সে বছর তিনি নতুন অ্যালবাম 'A Long And Lasting Love' প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান 'A Long And Lasting Love' সে বছরের সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার পায়, আর এই অ্যালবামও গত ৩০ বছর ধরে চীনে সবচেয়ে জনপ্রিয় অ্যালবামের অন্যতম হয়ে আছে।
বন্ধুরা, এখন চৌ হুই মিনের গাওয়া সুন্দর গান 'A Long And Lasting Love' শুনবো।
গান ৪
১৯৯২ সালে চৌ হুই মিন নতুন অ্যালবাম প্রকাশের পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্রে চমৎকার অভিনয় করতে থাকেন এবং দর্শকের প্রশংসা কুড়াতে থাকেন। নিজের সংগীত উন্নয়নের জন্য তিনি তাইওয়ানের বিখ্যাত ফুমাও সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি করেন, তাইওয়ানে সংগীত নিয়ে কাজ শুরু করেন। তাইওয়ানের পাশাপাশি চৌ হই মিনের প্রভাব জাপানেও ছড়িয়ে পড়ে। ১৯৯৩ সালে তিনি জাপানের এনএইচকে টিভি স্টেশনের সবচেয়ে জনপ্রিয় বিদেশি গায়িকার পুরস্কার পান।
বন্ধুরা, এখন শুনুন ১৯৯২ সালে চৌ হুই মিনের প্রকাশিত প্রথম মান্ডারিন অ্যালবামের একটি জনপ্রিয় গান 'গুজব'।
গান ৫
১৯৯৪ সাল থেকে চৌ হুই মিন তার সংগীত জীবনের শিখরে পৌঁছে যান। তিনি চীনের হংকংয়ের তাইওয়ানে অনেক কনসার্ট আয়োজন করেন, তার চলচ্চিত্র ও টিভি সিরিজিগুলো ব্যাপক জনপ্রিয় হয়, আর তার প্রকাশিত অ্যালবাম অনেক কপি বিক্রির পাশাপাশি বিভিন্ন পুরস্কারও পায়। তবে ১৯৯৭ সালে চৌ হুই মিন যুক্তরাষ্ট্রে দুটি কনসার্ট আয়োজনের পর সব কাজ বন্ধ করে দেন ও লোকচক্ষুর অন্তরালে চলে যান।
বন্ধুরা, এখন শুনুন ১৯৯৫ সালে প্রকাশিত চৌ হুই মিনের খুব জনপ্রিয় একটি গান 'বান্ধবী।
গান ৬
২০০৬ সালে চৌ হুই মিন পুনরায় তার সংগীত ও অভিনয় জীবন শুরু করেন, আর এখন পর্যন্ত করছেন। অনেক বছর পার হলেও তার গান ও অভিনয় এখনও জনপ্রিয়। তিনি অনেক চীনা লোকের স্মৃতিতে অতুলনীয় হয়ে আছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে চৌ হুই মিনের আরো এক জনপ্রিয় গান 'ভালোবাসা শেষ হয়নি' শুনবো।
গান ৭