জাতিসংঘকে চলতি বছরের বাকি চাঁদা পরিশোধ করেছে চীন
  2020-05-06 10:54:34  cri
মার্চ ৬: স্থানীয় সময় সোমবার জাতিসংঘকে ২০২০ সালের বাকি চাঁদা পরিশোধ করে চীন। এ নিয়ে চলতি বছর চীন প্রায় ৩৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার পরিশোধ করল।

জাতিসংঘের দ্বিতীয় বৃহত্তম দাতাদেশ হিসেবে বরাবরই আর্থিক দায়িত্ব পালন করে আসছে চীন। দেশটি জাতিসংঘ ও সংস্থার বিভিন্ন প্রতিষ্ঠানকে সমর্থন দেওয়াও অব্যাহত রেখেছে। এদিন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র এক প্রেস ব্রিফিংয়ে চীনের সময়মতো চাঁদা পরিশোধের প্রশংসা করেন।

চলতি বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। চলমান কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে বিভিন্ন দেশের উচিত জাতিসংঘকে সমর্থন দেওয়া। মহামারী ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র কেন্দ্রীয় ভুমিকা রয়েছে। চীন সক্রিয়ভাবে হু-কে সমর্থন দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে। মহামারী ঠিকাতে হু'কে আরও ৩ কোটি মার্কিন ডলার দেবে বেইজিং।

ভাইরাসের কোনো সীমানা নেই। মহামারী কোনো বিশেষ জাতির সাথে জড়িত নয়। বিভিন্ন দেশের সাথে যৌথ প্রয়াসে আঞ্চলিক ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য ব্যবস্থার সংরক্ষণ এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির গঠন করার প্রচেষ্টা অব্যাহত রাখবে চীন। (সুবর্ণা/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040