যুক্তরাষ্ট্রে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক তদন্ত করা উচিত: সিআরআই সম্পাদকীয়
  2020-05-05 19:01:24  cri

মে ৫: সম্প্রতি অনেক মার্কিন রাজনীতিবিদ যুক্তরাষ্ট্রে মহামারী পরিস্থিতি উপেক্ষা করেছেন, তবে এখনও মহামারী পরিস্থিতি সম্পর্কে নানা গুজব প্রচার করে যাচ্ছেন। যেমন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেছেন যে, তিনি উহান ভাইরাস ইনস্টিটিউটে আন্তর্জাতিক তদন্ত করবেন। আসলে, মূলধারার মার্কিন মিডিয়াসহ আন্তর্জাতিক গণমাধ্যম সাধারণভাবে বিশ্বাস করে যে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত করা উচিত; এসব কথা বলেছে সিআরআই সম্পাদকীয়।

আন্তর্জাতিক মেডিকেল জার্নাল 'দ্য ল্যানসেট'-এর প্রধান সম্পাদক চায়না মিডিয়া গ্রুপকে বলেছেন, যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারি ও মার্চের প্রথম দিকে অনেক সময় নষ্ট করেছে। 'এটি নভেল করোনাভাইরাস সংক্রমণের সময় মানবসৃষ্ট বিপর্যয়।'

নিউইয়র্ক টাইমস আরও দুঃখ প্রকাশ করে জানায়, যুক্তরাষ্ট্রে আট সপ্তাহে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা আট বছরের ভিয়েতনাম যুদ্ধের নিহত মার্কিন সেনার সংখ্যা ছাড়িয়ে গেছে! বিশ্বের সেরা চিকিত্সা সেবার দেশ হিসাবে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। এমন অবস্থায় আমেরিকান রাজনীতিবিদরা মহামারী রোধের বিষয়ে ভাবেন নি। তারা চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের অযৌক্তিক দাবি নিয়ে বৃথা সময় নষ্ট করেছেন।

মার্কিন মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিভাগ কেন এত ব্যর্থ হলো? বিশ্বব্যাপী মহামারী রোধে যুক্তরাষ্ট্রের কী ধরনের দায়িত্ব পালন করা উচিত ছিল? মার্কিন রাজনীতিবিদরা ঠিক কী লুকাতে চান? এ বিষয়ে আন্তর্জাতিক সমাজের তদন্ত করা উচিত।

আন্তর্জাতিক তদন্ত সম্পর্কে চীনের মনোভাব স্পষ্ট ও উন্মুক্ত। তবে চীন 'আন্তর্জাতিক তদন্ত নিয়ে রাজনীতিকরণ এবং চীনের প্রতি মিথ্যা আরোপের বিরোধিতা করে। এদিকে হু'র জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রধান মাইকেল রায়ান বলেছেন, উহানের ভাইরাস গবেষণাগারে ভাইরাস তৈরি হয়েছে অথবা সেখান থেকে ভাইরাস ফাঁস হয়েছে—এমন কোনও প্রমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয় নি যুক্তরাষ্ট্র।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040