পম্পেওয়ের প্রকাশ্য মন্তব্যগুলো স্ববিরোধী
  2020-05-05 17:20:51  cri
মে ৫: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি প্রকাশ্যে নভেল করোনাভাইরাস নিয়ে স্ববিরোধী মন্তব্য দিয়েছেন।

৩রা মে এবিসি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, নভেল করোনাভাইরাস চীনের উহানের ল্যাব থেকে আসার পক্ষে তার কাছে প্রমাণ আছে। তবে, কোনও প্রমাণ উপস্থাপন করেন নি তিনি। তারপর অনুষ্ঠানের উপস্থাপক তাকে মনে করিয়ে দেন যে, তার এ মন্তব্য ও মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের বিবৃতির মধ্যে দ্বন্দ্ব আছে। তিনি তখন বলেন, তিনি গোয়েন্দা বিভাগের রিপোর্ট দেখেছেন। তাদের রিপোর্টে কোনও ভুল নেই!

৬ মার্চ পম্পেও চীনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে, নভেল করোনাভাইরাস নিয়ে চীন সার্বিক তথ্য না দেওয়ায় যুক্তরাষ্ট্রে মহামারী প্রতিরোধ কাজ পিছিয়ে গেছে। তবে, এক সপ্তাহ পর, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমি মনে করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের তথ্য বিনিময় অনেক সহায়ক হয়েছে। আমরা বরাবরই চীনের সঙ্গে ভালোভাবে সহযোগিতা চালিয়ে আসছি।

ফেব্রুয়ারি মাসের শেষ দিকে মার্কিন প্রতিনিধি পরিষদের কূটনৈতিক কমিটির শুনানিতে পম্পেও বলেন, নভেল করোনাভাইরাস প্রতিরোধে মানবিক দৃষ্টিকোণ থেকে ইরানকে সাহায্য করতেই হবে। তবে, ৮ মার্চ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দেওয়া এক চিঠিতে বলেন, ইরানের ওপর ওষুধ, সামগ্রী ও মানবিক ত্রাণ গ্রহণে নেতিবাচক প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্রের একতরফা নতুন নিষেধাজ্ঞা।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040