ভাইরাসের ১৫ হাজার জিন সিকোয়েন্স বিশ্লেষণে বোঝা গেছে নভেল করোনাভাইরাস গবেষণাগারে তৈরি হয় নি
  2020-05-05 16:43:12  cri

মে ৫: সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নিয়মিত সংবাদ সম্মেলনে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য নিয়ে আলোচনা করা হয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন যে, নভেল করোনাভাইরাস উহানের ভাইরাস গবেষণাগার থেকে এসেছে। কিন্তু হু'র জরুরি স্বাস্থ্য প্রকল্পের প্রযুক্তিগত পরিচালক মারিয়া ভ্যান কোখভ বলেন, করোনাভাইরাস বাদুড় থেকে ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে প্রায় ১৫ হাজার ভাইরাসের জিনের গঠন বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে, নভেল করোনাভাইরাস গবেষণাগারে তৈরি হয় নি।

হু'র জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রধান মাইকেল রায়ান বলেন, উহানের ভাইরাস গবেষণাগারে ভাইরাস তৈরি হয়েছে অথবা সেখান থেকে ফাঁস হয়েছে—এমন কোনও প্রমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয় নি যুক্তরাষ্ট্র।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040