বছরের শেষ দিকে টিকা পাওয়া যাবে- ট্রাম্পের কথায় মার্কিন বিভিন্ন মহলে সন্দেহ
  2020-05-05 16:05:27  cri
মে ৫: গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের এক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, এ বছরের শেষ দিকে নভেল করোনাভাইরাসের টিকা উদ্ভাবনে তিনি আত্মবিশ্বাসী। এ কথা বলার পর যুক্তরাষ্ট্রে ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে।

মার্কিন 'সায়েন্স' পত্রিকার প্রধান সম্পাদক হোল্ডেন থোর্প তার এক প্রবন্ধে বলেন, নভেল করোনাভাইরাস গবেষণার বিজ্ঞানসম্মত ভিত্তি থাকতে হবে। সে হিসেবে টিকা তৈরি করতে দেড় বছর বা আরো বেশি সময় লেগে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত বৈজ্ঞানিক পদ্ধতির ওপর সম্মান দেখানো।

আসলে ট্রাম্পের কথা মার্কিন নেট ব্যবহারকারীরাও বিশ্বাস করে নি।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040