বৈজ্ঞানিক তথ্যের বিরুদ্ধে পম্পেওর মতো মার্কিন রাজনীতিবিদরা বারবার মিথ্যা কথা বলছেন:সিআরআই সম্পাদকীয়
  2020-05-04 18:46:00  cri
মে ৪: 'নভেল করোনাভাইরাস প্রকৃতির সৃষ্টি'- সম্প্রতি এমন তথ্য দিচ্ছে বিশ্বের বিজ্ঞান মহল। এতে মার্কিন রাজনীতিবিদরা চীনের মুখে কালি দেওয়ার নতুন কোনও বিষয় খুঁজে পাচ্ছে না। তাই তারা বারবার বিজ্ঞান-বিরোধী মিথ্যা কথা পুনরাবৃত্তি করছেন এবং 'পরীক্ষাগার থেকে ভাইরাস বের হয়েছে' ও 'কৃত্রিমভাবে ভাইরাস সৃষ্টি করাসহ' নানা গুজব ছড়িয়ে বেড়াচ্ছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ৩ মে গণমাধ্যমে আবারও তার বানানো মিথ্যা কথা পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, অনেক প্রমাণ বলছে, ভাইরাস উহানের গবেষণাগার থেকে এসেছে। কিন্তু তার দাবির পক্ষে কোনও প্রমাণ তিনি দেন নি। অনেক মার্কিন নেট ব্যবহারকারী তাকে নিয়ে উপহাস করে বলেছেন, তিনি নিজেও বুঝতে পারছেন না, তিনি কি বলছেন। তিনি হচ্ছেন সবচেয়ে খারাপ পররাষ্টমন্ত্রী।

মার্কিন রাজনীতিকদের এসব ভিত্তিহীন মন্তব্য ও অজুহাত থেকে বোঝা যায়, তাদের কাছে আসলে কোনো প্রমাণ নেই। তাদের বানানো মিথ্যা তথ্য চীনের ওপর দোষ চাপানোর চেষ্টা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে মহামারীর নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত বহিঃর্বিশ্বের নানা প্রশ্নের সামনে পম্পেওর মতো কিছু মার্কিন রাজনীতিক না-শোনার ভান করেন। যেমন, গত বছরের জুলাই মাসে দ্য ইউনাইটেড আর্মি মেডিকেল রিসার্চ ইন্সটিটিউট অব ইনফেকশিয়াস ডিজিজ সংশ্লিষ্ট গবেষণা হঠাত্ করে বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জা রোগীদের মধ্যে যারা আসলেই কোভিড-১৯ রোগে আক্রান্ত হন তাদের প্রকৃত সংখ্যা কত? মার্কিন কমিউনিটিতে মহামারী ছড়িয়ে পড়া কখন থেকে শুরু হয়? মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে শুনানিতে হোয়াইট হাউস কেন ড. অ্যান্থনি ফাউচির অংশগ্রহণ নাকচ করেছে? এসব প্রশ্নের উত্তর সবসময় এড়িয়ে যায় মার্কিন প্রশাসন।

লিলি/তৌহিদ/শুয়েই

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040