নভেল করোনাভাইরাস মহামারী প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান
  2020-05-04 17:59:01  cri

মে ৪: গতকাল (রোববার) ফরাসি প্রেসিডেন্ট ভবন জানায়, ইউরোপের কয়েকটি দেশ ও প্রতিষ্ঠানের নেতারা আন্তর্জাতিক সমাজকে নভেল করোনাভাইরাস ভ্যাকসিনের গবেষণা ও উন্নয়নে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য সংস্থাকে মহামারী মোকাবিলায় সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁ, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল, ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পি কন্তে, নরওয়ের প্রধানমন্ত্রী সোলবার্গ, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি মিশেল বাশলেই, এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন দ্য লাইন বিবৃতিতে স্বাক্ষর করেন।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, কোভিড-১৯ মহামারীর সঙ্গে সবার স্বার্থ জড়িত। ঘনিষ্ঠভাবে সংযুক্ত এ বিশ্বে সব দেশ, অঞ্চল ও শহরগুলো মহামারী নিয়ন্ত্রণ করলে সত্যিকারের সফলতা সম্ভব। নভেল করোনাভাইরাস মহামারী একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, এবং নভেল করোনাভাইরাসের জন্য ভ্যাকসিন ও ডায়াগনস্টিক পদ্ধতিগুলি খুঁজে বের করতে আমাদের একযোগে কাজ করতে হবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040