মহামারী প্রতিরোধে নতুন ব্যবস্থা গ্রহণ করবে দক্ষিণ কোরিয়া
  2020-05-04 17:57:34  cri
মে ৪: দক্ষিণ কোরিয়ায় নভেল করোনাভাইরাস মহামারী একটি পর্যায়ে নিয়ন্ত্রণ করা হয়েছে। এ অবস্থায় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ছুং সে-কিউন গত শনিবার দেশটিতে মহামারি প্রতিরোধে 'নতুন স্বাভাবিক ব্যবস্থার' কথা জানান। এ ব্যবস্থা আগের চেয়ে তুলনামূলক সহজ হবে। মঙ্গলবার থেকে দেশটিতে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে ও বিদেশে ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকলেও এখন দক্ষিণ কোরিয়ায় মহামারী প্রতিরোধের শক্তিশালী ব্যবস্থা কার্যকর রয়েছে।

দেশটিতে স্কুল শুরু হওয়া প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের ধাপে ধাপে স্কুলে ফিরিয়ে আনা এবং ফিরে আসার নির্দিষ্ট সময় ও পদ্ধতি শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040