যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের রিপোর্টে সেদেশে মহামারী প্রতিরোধের ভুলগুলো ফুটে উঠেছে
  2020-05-04 16:52:47  cri
মে ৪: যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের ওয়েবসাইটে সম্প্রতি ওই কেন্দ্রের প্রধান উপ-পরিচালকসহ কয়েকজনের লিখিত বিশ্লেষণমূলক রিপোর্ট প্রকাশিত হয়। এতে যুক্তরাষ্ট্রে মহামারী পরিস্থিতির উন্নয়ন বিশ্লেষণ করা হয়। রিপোর্টে বলা হয়, দেশে পর্যটকদের প্রবেশ, ব্যাপক জনসমাবেশ, প্রতিরোধমূলক ব্যবস্থার অভাব, অসম্পূর্ণ পরীক্ষা এবং উপসর্গহীন সংক্রমণসহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রে মহামারী দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে।

'গত ২৪ ফেব্রুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে মহামারী ও গণস্বাস্থ্য মোকাবিলা' শিরোনামে ওই রিপোর্টে সরাসরি কোনও 'ভুল' উল্লেখ করা হয়নি। তবে, রিপোর্টের সব বিষয়গুলো মার্কিন সরকারের ভুল নীতির সঙ্গে জড়িত।

রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে মহামারী দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার কারণ নিশ্চিত হওয়ায় ভবিষ্যত নীতি প্রণয়নে তা সহায়ক হবে। বর্তমানে দেশটিতে কোভিড-১৯ রোগের সংক্রমণ চলছে। তাই ভাইরাসের বিস্তার ঠেকাতে নিরলস প্রচেষ্টা চালানো উচিত্ বলে রিপোর্টে উল্লেখ করা হয়। (লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040