করোনাভাইরাস ল্যাব থেকে বের হতে পারে না: মার্কিন বিশেষজ্ঞ
  2020-05-03 16:10:37  cri

মে ৩: গতকাল (শনিবার) 'বিজনেস ইনসাইডার'-এর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডেভিস শাখার সংক্রামক রোগ বিশেষজ্ঞ জোনা মাজেট মনে করেন, করোনাভাইরাসের সংক্রমণের ধরণ দেখে বোঝা যায়, এ ভাইরাস ল্যাব থেকে বের হতে পারে না।

এর চারটি কারণ উল্লেখ করেন তিনি। ম্যাজেট বলেন, ল্যাবের গবেষণা করা ভাইরাসের সঙ্গে করোনাভাইরাসের মিল নেই। ল্যাবে কঠোর নিরাপত্তা পদ্ধতি মেনে চলা হয়। সাধারণ করোনাভাইরাসে মানুষ ও গবাদি পশু আক্রান্ত হয়। কিন্তু নভেল করোনাভাইরাস সর্বশেষ নতুন ধরনের ভাইরাস। সাধারণ মানুষ ল্যাবের গবেষকদের চেয়ে আরো সহজেই জীবিত ভাইরাস থেকে আক্রান্ত হতে পারে।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040