মাদাগাস্কারে চীনের মহামারী-সংক্রান্ত প্রথম দফা সহায়তা পৌঁছেছে
  2020-05-03 16:08:56  cri

মে ৩: গতকাল (শনিবার) মাদাগাস্কারে মহামারী প্রতিরোধে চীন সরকারের প্রথম দফার সহায়তা রাজধানী আন্তনানারিভোতে পৌঁছায়। এসব সামগ্রীর মধ্যে রয়েছে চিকিৎসকের প্রতিরক্ষামূলক পোশাক, থার্মোমিটার, মাস্ক ও গগলস। মাদাগাস্কারে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং সিয়াও রং এবং মাদাগাস্কারের স্বাস্থ্যমন্ত্রী জনাব আহমেদ বিমানবন্দরে এক অনুষ্ঠানে অংশ নেন।

মাদাগাস্কার সরকার ও জনগণের পক্ষ থেকে জনাব আহমেদ চীনকে জরুরি সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মাদাগাস্কার মহামারী মোকাবিলায় চীনের সঙ্গে ব্যাপক সহযোগিতা চালাবে।

ইয়াং বলেন, ঐক্য ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মহামারীর বিরুদ্ধে লড়তে হবে। চীন সবসময় আন্তর্জাতিক মানবিক চেতনাকে সমর্থন জানায় এবং মাদাগাস্কার সরকারকে মহামারীর বিরুদ্ধে সক্রিয় লড়াইয়ে দৃঢ় সমর্থন দেয়।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040