চীন ১৬টি দেশে ১৪৯জন চিকিত্সক ও বিশেষজ্ঞ পাঠিয়েছে
  2020-05-03 15:52:55  cri
মে ৩: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। চীন বিশ্বের ১৬টি দেশে ১৫ দফায় মোট ১৪৯ সদস্যের চিকিত্সকদল পাঠিয়েছে।

গতকাল (শনিবার) বিকেলে চীনের রাষ্ট্রীয় পরিষদের এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় স্বাস্থ্য কমিশন মহামারীসংক্রান্ত এ তথ্য জানায়।

এতে বলা হয়, সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের চিকিত্সাদলকে দেশ রক্ষার সর্বোচ্চ সম্মানজনক পদকে ভূষিত করেছে। চীন অব্যাহতভাবে আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতা চালিয়ে মহামারী প্রতিরোধে কাজ করবে।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040