নভেল করোনাভাইরাস প্রকৃতিতে তৈরি হয়েছে: বিশ্ব স্বাস্থ সংস্থা
  2020-05-02 16:29:57  cri
মে ২: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু'র জরুরি প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তা মাইকেল রায়ান বলেছেন, বর্তমানে অনেক বিজ্ঞানী নভেল করোনাভাইরাসের জিনের গঠন বিশ্লেষণ করেছেন। তারা নিশ্চিত হয়েছেন যে, নভেল করোনাভাইরাস প্রকৃতিতে তৈরি হয়েছে। শুক্রবার জেনিভায় অনুষ্ঠিত হু'র এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো এবং মানুষ ও প্রাণীর মধ্যে ভাইরাসের সংযোগ সম্পর্কে জানা, যাতে প্রয়োজনীয় গণস্বাস্থ্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়।

প্রেস ব্রিফিংয়ে হু'র জরুরি প্রকল্পের প্রযুক্তিগত দায়িত্বশীল কর্মকর্তা মারিয়া ভান কের্খোভ চীনের উহান শহরে নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় অভিনন্দন জানান। তিনি বলেন, মহামারী নিয়ন্ত্রণে চীন বিরাট প্রচেষ্টা চালিয়েছে। চীনের কাছ থেকে মহামারী মোকাবিলার অভিজ্ঞতা শেখা উচিত্ বলে তিনি মনে করেন।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040