পাকিস্তানে চীনা দূতাবাস সেদেশের আফগান শরণার্থীদের খাদ্য দান করেছে
  2020-05-01 19:44:17  cri

মে ১: স্থানীয় সময় ৩০ এপ্রিল পাকিস্তানে চীনা দূতাবাস সেদেশের আফগান শরণার্থীদের জন্য চাল, ময়দা, আটা, তেল, চিনিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য দান করে। এতে লকডাউন ব্যবস্থায় আফগান শরণার্থীদের খাদ্যের অভাব খানিকটা হলেও দূর হবে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তানের মাদকদমনবিষয়ক প্রতিমন্ত্রী শাহরিয়ার খান আফ্রিদি এজন চীনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পাকিস্তানে মোট ২৮ লাখ আফগান শরণার্থী রয়েছে। তাদের জীবন আসলে কষ্টকর। কোভিড-১৯ মহামারী অব্যাহতভাবে বিস্তারের এ সময়ে চীনা সরকারের দানকৃত খাদ্য মূল্যবান।

তিনি বলেন, চীনা সরকার ১৫০০টি পরিবারের জন্য খাদ্যসামগ্রী দান করেছে। এতে পরিবারগুলোর কষ্ট অনেকটা কমবে।

এসময় পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদুত ইয়াও চিং বলেন, চীন পাকিস্তান ও আফগানিস্তান বন্ধু ও প্রতিবেশী। কয়েক দিন আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের সাথে ফোনালাপ করেছেন। তিন দেশের সহযোগিতা ছিল আলাপের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, আমরা পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থীদের কিছু খাদ্য দিয়েছি। এতে প্রতিফলিত হয় যে, তিনটি দেশের সহযোগিতার উপর আমরা গুরুত্ব দিই এবং কোভিড-১৯ প্রতিরোধে আফগানিস্তান ও পকিস্তানের প্রতি আমাদের সমর্থন রয়েছে। (আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040