চীন ও যুক্তরাষ্ট্রকে একযোগে মহামারীর বিরুদ্ধে লড়াই করার আহবান চীনের উপপররাষ্টমন্ত্রীর
  2020-05-01 19:41:47  cri

মেই ১: ২৮ এপ্রিল চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লে ইউ ছেং মার্কিন এনবিসি-কে এক সাক্ষাৎকারে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত মহামারীর বিরুদ্ধে একযোগে লড়াই করা। তিনি কোভিড-১৯ প্রতিরোধের প্রচেষ্টা, অভিজ্ঞতা, আন্তর্জাতিক সহযোগিতা, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কসহ নানান বিষয়ে চীনের অবস্থান ব্যাখা করেন। পাশাপাশি চীনের বিরুদ্ধে উত্থাপিত কিছু অন্যায় অপবাদেরও প্রতিবাদ করেন।

চীন ইচ্ছা করে মহামারীর তথ্য গোপন করেছে মর্মে যে অভিযোগ উঠছে, সেসম্পর্কে তিনি বলেন, কিছু কিছু দেশে কোভিড-১৯-কে ফ্লু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আসলে সেটাই ছিল সত্য গোপনের চোষ্টা।

তিনি বলেন, সম্প্রতি চীনে সার্বিকভাবে অর্থনীতি ও উৎপাদন পুনরুদ্ধার হয়েছে। উহানের লকডাউন ব্যবস্থা ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। মহামারীসংক্রান্ত তথ্য যদি সঠিকই না-হবে, তবে চীন এসব কাজ কীভাবে করছে? চীনের নিশ্চিত আক্রান্ত ও মৃ্ত্যুর সংখ্যা সন্দেহ করা প্রকৃতপক্ষে চীনের জনগণ, চিকিৎসক ও নার্সদেরকে অসম্মান করার সামিল। যেসব তথ্য-উপাত্ত চীন সরবরাহ করছে, তা থেকে প্রমাণিত হয় যে, চীনের নেওয়া ব্যবস্থা ছিল কার্যকর।

তিনি আরও বলেন, এবারের মাহামারী থেকে আমেরিকানদের বোঝা উচিত যে, ভাইরাস হচ্ছে তাদের বড় শত্রু, চীন নয়। কোভিড-১৯ প্রতিরোধে চীন হচ্ছে যুক্তরাষ্ট্রের সহযোগী শক্তি ও অংশীদার। যুক্তরাষ্ট্রের উচিত নয় চীনকে শত্রু জ্ঞান করা। (আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040