চীনা অর্থনীতির ওপর বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর আস্থা প্রকাশ
  2020-05-01 19:40:09  cri

মে ১: চীনা অর্থনীতির ওপর বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর আস্থা আছে। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র কাছে প্রতিষ্ঠানগুলো এমন কথা বলেছে।

সিএমজির সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর কয়েকজন কর্মকর্তা সম্প্রতি বলেন, তারা মহামারীপরবর্তী চীন থেকে অবশ্যই চলে যাবেন না। বরং তারা তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলার সুযোগ কাজে লাগাবেন। চীনের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে তাদের মনে কোনো সন্দেহ নেই।

বিশ্বখ্যাত ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান আইকিয়া-র সংশ্লিষ্ট কর্মকর্তা স্টেফান ডেভাইল বলেন, 'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, তাড়াতাড়ি চীন মহামারীর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে। বতমানে চীনে আমাদের ৫টি বিক্রয়কেন্দ্র নির্মাণ হচ্ছে। কোনো সন্দেহ নেই আইকিয়া চীনে ব্যবসা সম্প্রসারণ করবে এবং চীনা ভোক্তাদের সেবা দিয়ে যাবে।'

উল্লেখ্য, তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলার জন্য নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ১১০০টি। এসব প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি ও ইতালির শিল্পপ্রতিষ্ঠানও রয়েছে। (আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040