বিভিন্ন দেশকে দেওয়া চীনের চিকিত্সা-সহায়তা নিয়ে সন্দেহের জবাব
  2020-05-05 18:13:44  cri

বর্তমানে কোভিড-১৯ মহামারী বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেক দেশে চিকিত্সা-সামগ্রীর অভাব দেখা যাচ্ছে। এদিকে, চীন বিশ্বের প্রধান চিকিত্সা সরঞ্জাম ও সামগ্রী উত্পাদনকারী দেশ। এ সময় নিজের চাহিদা পূরণ করার পাশাপাশি চীনা সরকার ও কোম্পানিগুলো অন্যান্য অনেক দেশে চিকিত্সাসামগ্রী বিক্রি বা দান করেছে ও করছে। তবে চীনের চিকিত্সা-সহায়তা সম্পর্কে কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন। কেউ কেউ চীনের চিকিত্সাসামগ্রীর মান ও দাম নিয়ে প্রশ্ন তুলছেন। সাহায্য দেওয়ার উদ্দেশ্য নিয়েও অনেকে সন্দিহান। বন্ধুরা, আজকের আনুষ্ঠানে আমরা এসব সন্দেহের জবাব দেওয়ার চেষ্টা করবো।


© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040