চলতি বছরে চীনের 'দুই অধিবেশনে' চারটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে
  2020-04-30 15:26:52  cri

এপ্রিল ৩০: ২১ ও ২২ মে উদ্বোধন হবে চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন ও জাতীয় গণকংগ্রেসের 'দুই অধিবেশন'। বিগত বিশ বছর ধরে 'দুই অধিবেশন' মার্চ মাসে অনুষ্ঠিত হয়ে এসেছে। তবে চলতি বছর কোভিড-১৯ মহামারীর কারণে তা পিছিয়ে দেওয়া হয়। আসন্ন 'দুই অধিবেশনে' যেসব বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে চারটি গুরুত্বপূর্ণ ইস্যুর ওপর মানুষের দৃষ্টি বিশেষভাবে রয়েছে।

এক. মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে সম্মেলনের আয়োজন। একদিকে এবার দুই অধিবেশনের মেয়াদ হবে আগের চেয়ে কম এবং চলতি বছরে সম্মেলনে একদল সদস্য সরাসরি উপস্থিত থাকবেন এবং আরেক দল অনলাইনে অংশ নেবেন।

দুই. চীনকে এ বছরই সার্বিকভাবে দারিদ্র্যমুক্ত করার কথা। সরকার বলেছে, মহামারীর কারণে লক্ষ্য বাস্তবায়নের সময় পেছাবে না। এ বিষয় নিয়ে চীনা নেতার বক্তব্য দুই অধিবেশনের গুরুত্বর্পূ বিষয়।

তিন. চলতি বছর চীনা অর্থনীতি ও সমাজ উন্নয়নের লক্ষ্যমাত্রা কীভাবে নির্ধারণ করা হবে, তাও সবার দৃষ্টি আর্কষণ করবে।

চার. মহামারী মোকাবিলার কাজ কীভাবে অব্যাহত রাখা হবে, সেটিও দেখার বিষয়। দুই অধিবেশনের প্রতিনিধিদের মধ্যে অনেকে মহামারীর বিরুদ্ধে লড়াই করেছেন বা করছেন। কোনো সন্দেহ নেই সম্মেলনে চলাকালে সবাই আবার এ বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা করবেন।(শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040