আন্তর্জাতিক তদন্তের রাজনীতিকরণ চীন দৃঢ়ভাবে বিরোধিতা করে
  2020-04-30 14:51:10  cri
এপ্রিল ৩০: চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লে ইয়ু ছেং গত মঙ্গলবার মার্কিন এনবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, আন্তর্জাতিক তদন্তকে রাজনীতিকরণকে তীব্র বিরোধিতা করে তার দেশ।

তিনি বলেন, কোনো কোনো রাজনীতিবিদ নিজে ডাক্তার বা বিজ্ঞানী না-হয়েও ভাইরাসের ব্যাপারে অনেককিছু জানেন বলে ভাব দেখান, যা খুবই হাস্যকর। বিশ্বের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক পত্রিকা 'দ্য লেন্সিট'-এ কয়েকজন শ্রেষ্ঠ বিজ্ঞানী যৌথ ঘোষণায় বলেছেন, কোভিড-১৯ প্রকৃতি থেকে এসেছে; এটা কোনো ল্যাবে তৈরি কৃত্রিম জিনিস নয়।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক তদন্তের প্রশ্নে চীন বরাবরই উদার ও উন্মুক্ত। বিজ্ঞানীদের মধ্যে মত বিনিময়কে চীন সমর্থন করে। কিন্তু চীনকে অপরাধী ধরে নিয়ে তথাকথিত 'আন্তর্জাতিক তদন্ত' চীন চায় না। মহামারীর সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা উহান পরিদর্শন করেন। উহানের ভাইরাস-গবেষণাগারও উন্মুক্ত। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ল্যাব পরিদর্শন করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক তদন্তের কারণ থাকতে হয়। কেন এ তদন্ত শুধু চীনের বিরুদ্ধে করা হবে? চীনে সমস্যা থাকার কোনো প্রমাণ আছে? অন্যদেশে তদন্ত করা হচ্ছে না কেন? কোনো কোনো দেশে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা চীনের চেয়ে বেশি, তাতে কেন সমস্যা নেই? আন্তর্জাতিক তদন্তকে রাজনীতিকরণ করার তীব্র বিরোধিতা করে চীন। (স্বর্ণা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040