বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একজন গায়িকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তার নাম চি খ্য চুন ই। তিনি তার বিশেষ কণ্ঠ এবং লোক সংগীত ও পপ সংগীতশৈলীর জন্য বিখ্যাত। আজকের অনুষ্ঠানে আমরা এক সঙ্গে চি খ্য চুন ই'র কিছু সুন্দর গান শুনবো।
অনুষ্ঠানের শুরুতে শুনুন চি খ্য চুন ই গাওয়া গান 'সরাসরি'। গান ১
চি খ্য চুন ই ১৯৮৮ সালে চীনের সিছুয়ান প্রদেশের লিয়াংশান এলাকার কানলৌ জেলায় জন্মগ্রহণ করেন। ছোট থেকে তার মায়ের প্রভাবে তিনি গান গাইতে খুব পছন্দ করতেন। আর স্কুলজীবনে অনেক সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। ২০১২ সালে চি খ্য চুন ই চীনের জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা 'ভয়েস অফ চায়নায়' অংশগ্রহণ করেন এবং চমৎকার পারফরমেন্সের জন্য তৃতীয় পুরস্কার লাভ করেন। এরপর তিনি একজন পেশাদার গায়িকা হিসেবে আনুষ্ঠানিকভাবে তার সংগীতজীবন শুরু করেন।
বন্ধুরা, এখন শুনুন তার গান 'ধন্যবাদ ও বিদায়'। গান ২
২০১৪ সালে চি খ্য চুন ই তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের ৯টি গানে তার শক্তিশালী, আশাবাদী ও উৎসাহী সংগীতশৈলী প্রকাশিত হয়। তিনি এই অ্যালবামের জন্য চীনা মূল সংগীত অ্যাওয়ার্ডসের বার্ষিক শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান। একই বছর বেইজিংয়ে তিনি তার প্রথম কনসার্ট আয়োজন করেন।
বন্ধুরা, এখন এই অ্যালবামের প্রধান গান 'এক্ষুণি আরম্ভ'শুনবো। গানে অনিশ্চিত ভবিষ্যতের সামনে সাহসের সঙ্গে যাত্রা করার মনোভাব প্রকাশিত হয়েছে।
বন্ধুরা, চলুন গানটি শুনি।
গান ৩
সংখ্যালঘু ই জাতির মানুষ হিসেবে চি খ্য চুন ই'র সংগীতে ই জাতির সংগীতের অনেক উপাদান রয়েছে। আর তিনি এসব উপাদান পপ, জ্যাজ, ইলেক্ট্রনিক সংগীতের সঙ্গে মিশ্রণ করে তার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্যময় সংগীত সৃষ্টি করেছেন। বন্ধুরা, এখন শুনুন চি খ্য চুন ই'র গাওয়া ই জাতির একটি লোকসংগীত— 'ভয় পাবেন না'। গানে খুব সহজ ও সুন্দর ভাষায় বলা হয়, যত বড় সমস্যা ও বাধা থাকুক না কেন, ভয় করবেন না, ঋতু পরিবর্তন হবে, সময় পার হবে, সব দুঃখও দূর হবে।
বন্ধুরা, এখন চি খ্য চুন ই'র গান 'ভয় পাবেন না' শুনুন। গান ৪
'ভয় পাবেন না'শিরোনামে চীনের ই জাতি বৈশিষ্ট্যময় গান শুনে কেমন লাগে? আসলে যে কোনো দেশ বা জাতির সংগীত, বিশ্ব সংগীতেরই একটি অংশ। সংগীতের কোনো সীমানা নেই। 'জাতীয়'বা 'আন্তর্জাতিক' সংগীতের ক্ষেত্রে তেমন কোনও পার্থক্য নেই। এই ধারণা থেকে চি খ্য চুন ই ২০১৮ সালে অ্যালবাম 'Global Citizen'প্রকাশ করেন। এই অ্যালবামে পাশ্চাত্য সংগীতের চমৎকার গান এবং চীনের লোকসংগীত এবং রক, জ্যাজ, পপসহ বিভিন্ন ধরনের গান রয়েছে।
বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবাম থেকে চি খ্য চুন ই'র গাওয়া ই জাতির খুব সুন্দর একটি গান 'ceiba'।
গান ৫
২০২০ সালে চি খ্য চুন ই চীনের জনপ্রিয় টিভি সংগীত অনুষ্ঠান 'গায়কে' অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতায় জয়ী হন। এ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সংগীতের জন্য তিনি চেষ্টা করেছেন এবং অনেক চমৎকার পারফরমেন্স করেছেন। বন্ধুরা, এখন শুনুন অনুষ্ঠানে তার গাওয়া গান 'Power to Forgive'।
গান ৬
বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চি খ্য চুন ই'র আরো একটি সুন্দর গান 'রঙিন কালো' শুনবো। আশা করি, তার গান আপনাদের পছন্দ হবে।
গান ৭
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা: chengmin@cri.com.cn। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।