অন্যের ওপর দায় চাপিয়ে মার্কিন রাজনীতিবিদ আর কত মহামারীর বাস্তবতা লুকিয়ে রাখবেন?: সিআরআই সম্পাদকীয়
  2020-04-29 20:52:24  cri

এপ্রিল ২৯: প্রমাণের পর প্রমাণ পাওয়া যাচ্ছে যে, কোভিড-১৯ মহামারীর প্রকোপ যুক্তরাষ্ট্রে দেখা গিয়েছিল মার্কিন সরকারের দেওয়া সময়ের চেয়ে অনেক আগেই। কত মানুষ আসলে দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত? যুক্তরাষ্ট্রের মহামারী বিষয়ক তথ্য কতটা স্বচ্ছ? যুক্তরাষ্ট্র ফ্লুর নামে কোভিড-১৯-র তথ্য লুকিয়েছে কি? মহামারী প্রতিরোধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা ছিল বিলম্বিত ও দুর্বল। কিন্তু চীনের ওপর দায় চাপিয়ে দেয়ার ব্যাপারে দেশটির সরকার ছিল খুবই সবল! কেন?

মার্কিন রাজনীতিবিদদের দায় অন্যের ওপর চাপিয়ে দেয়ার পদ্ধতি সত্যিই হাস্যকর।এখন প্রমাণ রয়েছে যে, মহামারীর প্রাথমিক সতর্কবাণী যুক্তরাষ্ট্রের সরকার ইচ্ছা করে গোপন করেছে। এর পাশাপাশি, এখন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু যারা মহামারী প্রতিরোধের কাজে বেশি মন দিচ্ছেন, তাদের ওপর আঘাত ও চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্র বার বার মত প্রকাশের স্বাধিকারের কথা বলে। তা এখন কই?

বতর্মানে যুক্তরাষ্ট্রে নিশ্চিত আক্রান্তের সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়েছে। মহামারী প্রতিরোধের পরিস্থিতি অত্যন্ত কঠিন। অন্য পক্ষের ওপর দায় চাপিয়ে দেয়া নিজের দোষকে আড়াল করার পথ হতে পারে না। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের উচিৎ জনগণের প্রাণের নিরাপত্তাকে রাজনৈতিক বিবেচনার উপরে রাখা। (আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040