চীন ও মার্কিন বিশেষজ্ঞরা দু'দেশের সম্পর্কের ওপর নজর রাখছেন
  2020-04-29 19:36:03  cri

এপ্রিল ২৯: চীন-মার্কিন সম্পর্কের বিদ্যমান উত্তেজনার ওপর নতুন করে নেতিবাচক প্রভাব ফেলেছে কোভিড-১৯ মহামারী। এ অবস্থায় দু'দেশ কিভাবে একযোগে মহামারীর বিরুদ্ধে লড়াই করবে? এ প্রশ্নে দু'দেশের বিশেষজ্ঞরা নিজেদের মতামত প্রকাশ করেছেন সম্প্রতি।

যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী প্রতিরক্ষামন্ত্রী জোসেফ নাই বলেন, এখন পর্যন্ত কোনো কোনো পক্ষ সহযোগিতার সুযোগ ধরতে পারেনি। অথচ মহামারী বিশ্বায়ন ও বিদ্যমান আন্তর্জাতিক শৃঙ্খলা নষ্ট করতে পারে না।

পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিয়া ছিং কুও বলেন, কোভিড-১৯ ভাইরাস ইতোমধ্যে দু'দেশের অভিন্ন শত্রুতে পরিণত হয়েছে। দু'দেশের মৌলিক স্বার্থে একযোগে মহামারীকে মোকাবিলা করা উচিত। (আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040