শাংহাইয়ে কোভিড-১৯ রোগের পর অর্থনীতি পুনরুদ্ধারে অনলাইন সম্মেলন অনুষ্ঠিত
  2020-04-29 16:05:47  cri
এপ্রিল ২৯: কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব বিশ্ব অর্থনীতিতে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। বিশ্বের শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রথমবারের মতো আন্তঃদেশীয় অনলাইন সম্মেলনের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানের আন্তর্জাতিক সহযোগিতা, শিল্পের নব্যতাপ্রবর্তন ও উন্নয়ন, আর্থিক শিল্পের পুনরুজ্জীবন ও পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে।

গতকাল (মঙ্গলবার) শাংহাইয়ের লুজিয়াজুই ফিনান্সিয়াল সিটি 'ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সিটি ভিডিও রাউন্ডটেবল' আয়োজন করেছে। এটি চীনে প্রথমবারের মতো চালু হওয়া আন্তর্জাতিক আর্থিক শহরসমূহের মধ্যে বিনিময় ও সংলাপের প্ল্যাটফর্ম ।

বিশ্বের ৬টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠান ও শহর এতে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে ইউরোপের লুক্সেমবার্গ, প্যারিস, ফ্রান্স, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার, আফ্রিকার মরক্কোর কাসাব্লাঙ্কা ফিনান্সিয়াল সেন্টার, ব্রিটিশ আন্তর্জাতিক বাণিজ্য বিভাগ এবং বিশ্বের প্রধান কয়েকটি ব্যাংক, সম্পদ ব্যবস্থাপনা, পেশাদার পরিষেবা প্রতিষ্ঠান প্রভৃতি।

সম্মেলনে 'বিশ্বের আর্থিক কেন্দ্রের সহযোগিতা জোরদার করা, যৌথভাবে মহামারী মোকাবিলা করা, আরও স্থিতিশীল, নিরাপদ, ও সুশৃঙ্খল আন্তর্জাতিক আর্থিক-বাজার গড়ে তোলার' প্রস্তাব উত্থাপন করে লুজিয়াজুই ফিনান্সিয়াল সিটি।

গ্লোবাল সরবরাহ চেইন, উন্মুক্ত শিল্প চেইন, স্থিতিশীল, নিরাপদ ও সুষ্ঠু প্রবাহ এবং অর্থনীতির স্থিতিশীলতা ও পুনরুদ্ধার নিশ্চিত করায় নিজেদের সম্পদের সুবিধা কাজে লাগিয়ে সংলাপ ও যোগাযোগ জোরদার করতে সব আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র ও শহরগুলোর প্রতি আহ্বান জানানো হয় এই প্রস্তাবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040