কোভিড-১৯ রোগের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে চায় চীন
  2020-04-29 14:41:12  cri
এপ্রিল ২৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে বলেন, বর্তমানে চীনা শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদনকাজ পুনরায় শুরু করতে সহযোগিতা দিচ্ছে চীন সরকার। এভাবে, কোভিড-১৯ রোগের নেতিবাচক প্রভাব মোকাবিলায় পারস্পরিক কল্যাণের ভিত্তিতে বিভিন্ন পক্ষের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে চায় চীন।

সম্প্রতি চীনে আমেরিকান চেম্বার অফ কমার্স, শাংহাইয়ের আমেরিকান চেম্বার অফ কমার্স এবং প্রাইসওয়াটারহাউস কর্পোরেশন যৌথভাবে চীনে মার্কিন শিল্পপ্রতিষ্ঠান সম্পর্কে দুটি ব্যবসায়িক তদন্ত করে। প্রতিবেদনে দেখা গেছে যে, সংখ্যাগরিষ্ঠ আমেরিকান সংস্থাগুলো এখন চীনে তাদের কার্যক্রম পুনরায় শুরু করতে আগ্রহী এবং চীনের বাজার থেকে সরে যাওয়ার কোনও ইচ্ছা তাদের নেই।

এ সম্পর্কে মুখপাত্র বলেন, আমরা লক্ষ করেছি যে, চীনের আমেরিকান চেম্বার অফ কমার্স এবং শাংহাইয়ের আমেরিকান চেম্বার অফ কমার্স গত বছরের অক্টোবর ও মার্চ মাসে প্রাইসওয়াটারহাউসের সঙ্গে এ তদন্ত করেছিল। ফলাফলে দেখা গেছে, বেশিরভাগ মার্কিন শিল্পপ্রতিষ্ঠান মনে করে যে, চীনা বাজার অনেক স্থিতিশীল এবং চীনা বাজার থেকে সরে যাওয়ার কোনও চিন্তা তাদের নেই। তারা আশা করে, দু'দেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক সম্পর্কের স্বাস্থ্যকর বিকাশ অব্যাহত থাকবে। "

মুখপাত্র বলেন, এ তদন্ত থেকে আবারও প্রতিফলিত হলো যে, চীন ও যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক ইতিবাচক সম্পর্ক পরস্পরের জন্য কল্যাণকর।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040