মানুষের নীতিবান হওয়া উচিত—মাইক পম্পেও এ ধারণা ভেঙ্গে দিয়েছেন: সিআরআই সম্পাদকীয়
  2020-04-28 20:11:48  cri

এপ্রিল ২৮: মার্কিন ইতিহাসে মাইক পম্পেওর মতো পররাষ্ট্রমন্ত্রী আর একজনও নেই। উনি সিআইএ-তে থাকাকালে 'মিথ্যা বলা, প্রতারণা করা, ও চুরি করা'-র যে জ্ঞান অর্জন করেছেন, সেটা এখন অপকৌশল হিসেবে মার্কিন কূটনীতিও প্রয়োগ করছেন। এতে যুক্তরাষ্ট্রের সুনাম নষ্ট হচ্ছে। এবারের কোভিড-১৯ মহামারী দেখা দেওয়ার পর, তাঁর কাজকর্মের মান অব্যাহতভাবে নিচের দিকে নেমেছে। একজন মানুষকে নীতিবাদ হতে হবে—এমন ধারণা তিনি ভেঙ্গে দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মার্কিন অর্থ-সহায়তা বন্ধে তিনি সামনে থেকে কাজ করেছেন। এতে বিশ্বের মহামারী প্রতিরোধ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে অনুন্নত দেশ ও দুর্বল জনগোষ্ঠী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

দ্বিতীয়ত, মহামারী প্রতিরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতাকে ঢাকতে তিনি অব্যাহতভাবে চীনের ওপর দায় চাপিয়ে আসছেন। তার এমন ভূমিকা মহামারী প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করছে।

তৃতীয়ত, মহামারী ইতোমধ্যে গোটা মানবজাতির জন্য বড় দুর্যোগ বয়ে এসেছে। কিন্তু তার প্রভাবে যুক্তরাষ্ট্রের সরকার অব্যাহতভাবে ইরান ও কিউবার ওপর 'চরম চাপ' অব্যাহত রেখেছে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মহামারীর বিস্তার ঠেকাতে মার্কিন প্রশাসন ব্যর্থ হয়েছে। তাকেও এর দায় নিতে হবে। তিনি জনগণের জানমালকে নয়, বরং রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আসছেন। (আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040