নিউ মিডিয়া চীনের প্রামাণ্যচিত্র শিল্পে নতুন রূপ দিয়েছে
  2020-04-30 22:26:27  cri

বেইজিং নরমাল বিশ্ববিদ্যালয়ের তথ্যচিত্র গবেষণাকেন্দ্র এবং ইন্টারকন্টিনেন্টাল কমিউনিকেশন সেন্টার বা সি.আই.সি.সি.সহ বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে ১৮ এপ্রিল একটি রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টে বলা হয়, ২০১৯ সালে চীনের প্রামাণ্যচিত্র তৈরির ক্ষেত্রে মোট ৫০৩.৬ কোটি ইউয়ান রেনমিনপি ব্যয় হয়েছে এবং উপার্জন হয়েছে ৬৬৬ কোটি ইউয়ান রেনমিনপি। গত বছরের অনুরূপ সময়ের তুলনায় এর মধ্যে নিউ মিডিয়া সংস্থার প্রবৃদ্ধির হার শীর্ষ স্থানে রয়েছে।

'সাম্প্রতিক বছরগুলোতে নিউ মিডিয়া সংস্থা দ্রুত গতিতে উন্নত হয়ে উঠছে এবং এতে প্রামাণ্যচিত্রের উপভোগের অভ্যাসও পরিবর্তন হয়েছে। অনেক স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি হয়েছে। নিউ মিডিয়া চীনের প্রামাণ্যচিত্রের নিময় ও আকার পুনর্নির্মাণ করেছে। আমরা প্রাণবন্ত উন্নয়নের নতুন যুগকে স্বাগত জানাচ্ছি।' সম্প্রতি প্রকাশিত 'চীনের তথ্যচিত্রের উন্নয়নবিষয়ক গবেষণামূলক রিপোর্ট-২০২০' রিপোর্টের দায়িত্বশীল কর্মকর্তা বা বেইজিং নরমাল বিশ্ববিদ্যালয়ের তথ্যচিত্র গবেষণাকেন্দ্রের মহাপরিচালক চাং থোং তাও বলেন:

১. অধিক থেকে অধিকতর প্রামাণ্যচিত্র শুধু ইন্টারনেটে প্রচারিত হচ্ছে

'বিগত বছরে প্রামাণ্যচিত্র প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বিশাল প্রভাব এসেছে নিউ মিডিয়া থেকে।' পিকিং বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রচার বিভাগের অধ্যাপক লু তি বলেন,'তথ্যচিত্র প্রচারের চ্যানেল প্রধানত আগের চিরাচরিত টিভি মিডিয়া থেকে সরে গিয়ে নিউ মিডিয়া ও টিভি মিডিয়া সমানভাবে উন্নত হচ্ছে। এটি একটি নতুন ধারা সৃষ্টি করছে।'

২০১৯ সালে টেনসেন্ট ভিডিও'র উদ্যোগে প্রকাশিত তথ্যচিত্র এবং বিলিবিলি নামে ভিডিও প্ল্যাটফর্মটি স্বাধীন প্রচারমাধ্যম হিসেবে নিজস্ব ব্র্যান্ড ভ্যালু ও সামাজিক অবস্থান সৃষ্টি করেছে।

'অধিক থেকে অধিকতর তথ্যচিত্র এখন ইন্টারনেটে প্রচারিত হচ্ছে। কোনো কোনো সময় শুধু ইন্টারনেটেই প্রচারিত হচ্ছে। ইন্টারনেট এবং টিভি ধীরে ধীরে দর্শকের কাছে সমান গুরুত্ব পাচ্ছে। তবে, এ দুটি প্ল্যাটফর্মে প্রচারিত তথ্যচিত্রের রূপ ভিন্ন রকম এবং তারা পরস্পরের পরিপূরকও হয়ে ওঠে। ফলে প্রামাণ্যচিত্রের বৈচিত্র্যময় প্রচার ব্যবস্থা গড়ে উঠছে।'

চাং থোং তাও আরও বলেন:

নেট ভিডিও প্লাটফর্মের দর্শকরা অধিকাংশই তরুণ-তরুণী। টিভি দর্শকদের তুলনায় তাদের ভিন্ন স্বাদ ও অভিনবত্ব চোখে পড়ে।

দর্শকদের উপভোগের অভ্যাস ও চাহিদার পরিবর্তন মেটানোর জন্য গতানুগতিক প্রামাণ্যচিত্র তৈরি ও প্রচারকারী সংস্থাগুলো নিউ মিডিয়া সংস্থার সঙ্গে গভীর সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে। তারা অনুষ্ঠানের কপিরাইট বিক্রি এবং যৌথ নির্মাণসহ বিভিন্ন পদ্ধতিতে অনুষ্ঠানের বিষয়গুলো জনপ্রিয় করে তুলছে এবং প্রচার বাড়াচ্ছে।

২. নিউ মিডিয়া সংস্থার তথ্যচিত্র তৈরির ক্ষমতা অভূতপূর্ব

চীনা তথ্যচিত্রের জন্য নিউ মিডিয়া শুধু প্রচারের প্রধান প্লাটফর্মই নয়, বরং আস্তে আস্তে প্রামাণ্যচিত্র তৈরির প্রধান প্লাটফর্মও হয়ে উঠেছে।

এ রিপোর্ট থেকে জানা গেছে, ২০১৯ সালে নিউ মিডিয়া সংস্থার প্রামাণ্যচিত্র তৈরির ক্ষমতা অভূতপূর্ব পর্যায়ে পৌঁছায়। ইউখু নামে ভিডিও প্লাটফর্মে ২৬০ ঘণ্টার মৌলিক তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং যা প্ল্যাটফর্মটির মোট মূল্যের ৩৫ শতাংশ ছিলো। টেনসেন্ট ভিডিও'র উদ্যোগে মোট ২৩টি তথ্যচিত্র নির্মিত হয় এবং যা সারা বছরের নতুন ভিডিও'র এক তৃতীয়াংশ। বিলিবিলি ভিডিও প্ল্যাটফর্মের উদ্যোগে মোট ১৬টি তথ্যচিত্র তৈরি হয় এবং এর মোট দৈর্ঘ্য ছিল ৫৫.৬ ঘণ্টা। আইছিই নামে আরেকটি ভিডিও প্লাটফর্মের উদ্যোগে মোট ১৫টি তথ্যচিত্র তৈরি হয়।

'নির্মাণ ব্যয়ের দিক থেকে দেখা যায়, এসব প্লাটফর্ম প্রথম শ্রেণীর টিভিকেও ছাড়িয়ে গেছে।' বেইজিং নরমাল বিশ্ববিদ্যালয়ের উপ-অধ্যাপক ফান ছি পোং বলেন, নিউ মিডিয়া প্ল্যাটফর্ম পুরোপুরি পেশাদার খাতে পরিণত হয়েছে। এর বাণিজ্যিক পদ্ধতিও বৈচিত্র্যময় এবং অন্য সংস্থার সহযোগিতার পদ্ধতিও তুলনামূলকভাবে নমনীয়।

বিষয়গত বৈশিষ্ট্যর দিকে খেয়াল করলে দেখা যায়, রিপোর্টে বলা হয়, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে নিউ মিডিয়া প্ল্যাটফর্ম সৃষ্ট বেশ কয়েকটি শিল্পকর্ম থেকে প্রমাণিত হয় যে, প্রধান সুর-ভিত্তিক প্রামাণ্যচিত্র বাজারের প্রধান বিষয় হয়ে উঠেছে। এ ছাড়া, তা বিশাল মুনাফা অর্জনেও সক্ষম।

তা ছাড়া, নিউ মিডিয়া প্ল্যাটফর্মের উদ্যোগে অন্য বিষয়কেন্দ্রিক নতুন শিল্পকর্মও সৃষ্টি হয়েছে। যেমন, সুস্বাদু খাবার, প্রাকৃতিক পরিবেশ এবং সাধারণ মানুষের অভিজ্ঞতা ও ভাবানুভূতিসহ বিভিন্ন বিষয়ে নানা তথ্যচিত্র সৃষ্টি হয়েছে।

'বেশ কয়েকটি নিউ মিডিয়ার প্ল্যাটফর্মের বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে যুগের বৈশিষ্ট্যের ওপর গুরুত্ব দেওয়া হয়। নিজের উদ্যোগে তৈরি প্রামাণ্যচিত্র বা কেনা প্রামাণ্যচিত্র, যাই হোক-না-কেন, এতে বর্তমান প্রামাণ্যচিত্রের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর মনোযোগ দেওয়া হয়।' বেইজিং নরমাল বিশ্ববিদ্যালয়ের উপ-অধ্যাপক ফান ছি পোং এভাবেই বলছিলেন।

৩. ছোট ভিডিও'র মাধ্যমে ব্যাপক মাইক্রো তথ্যচিত্রের জন্ম

বিগত দুই বছরে স্মার্ট ফোনের জনপ্রিয়তা ও ভিডিও তথ্য বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছোট ভিডিও উপভোগকারীর সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে এবং এতে মাইক্রো তথ্যচিত্রের জন্ম হয়।

রিপোর্টে বলা হয়,তথ্যচিত্র নির্মাণ ও প্রচারকারী সংস্থাগুলো স্বল্পকালীন ভিডিও তৈরি করে আসছে। অনেক তথ্যচিত্র নির্মাণকারী সংস্থা বিভিন্ন প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী বিভিন্ন সংস্করণও তৈরি করেছে।

ছোট ভিডিও প্রামাণ্যচিত্রের রূপ ও প্রকাশের বৈশিষ্ট্য বৈচিত্র্যময় করে তুলেছে। প্রামাণ্যচিত্র নির্মাণের পদ্ধতি আগের চেয়ে আরও সহজ হয়ে উঠেছে। সৃষ্টির বিষয় ও পদ্ধতির বৈচিত্র্য নিঃসন্দেহে তথ্যচিত্রের সামাজিক প্রভাব বাড়াতে সক্ষম।

বিশেষ সময়পর্বে মাইক্রো তথ্যচিত্রের নির্মাণ ও প্রচারের প্রাধান্য দেখা দিয়েছে।

রিপোর্টে দেখা যায়, চলতি বছর নভেল করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাবের সময় মহামারী প্রতিরোধসংক্রান্ত বেশ কয়েকটি তথ্যচিত্র নিউ মিডিয়ায় প্রচারিত হয়েছে। তাতে এই গণস্বাস্থ্য সংকটের সময় চীনাদের চরিত্র ও চীনের বিভিন্ন শহরের অবস্থা প্রকাশিত হয়।

দীর্ঘ প্রামাণ্যচিত্রে একটি বিষয়, একটি ঘটনা বা বিশ্বের প্রতি নির্মাতাদের অনুভূতি প্রকাশিত হয়। মাইক্রো তথ্যচিত্রগুলো অল্প সময়ে মানুষের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করতে পারে; আর এর বিশেষ গুরুত্বও আছে।

লিলি/তৌহিদ/শুয়ে

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040