কয়েক মাসের মধ্যে পশ্চিম তীরের কিছু অংশে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে ইসরাইল: নেতানিয়াহু
  2020-04-27 15:08:33  cri
এপ্রিল ২৭: আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিম তীরের কিছু অংশে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে ইসরাইল। ২৬ এপ্রিল ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ-কথা বলেছেন।

এদিন এক ভিডিওবার্তায় তিনি বলেন, ইসরাইলকে আগামী কয়েক মাসের মধ্যে জর্ডান নদী ও পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২২ এপ্রিল বলেন, ইসরাইল যদি পশ্চিম তীরের কোনও অংশ দখল করে, ফিলিস্তিন কখনই অলসভাবে বসে থাকবে না। এখন পর্যন্ত ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সব চুক্তি 'সম্পূর্ণ অবৈধ' বলে মনে করে ফিলিস্তিন।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040