রোববারের আলাপন-200426
  2020-04-26 15:43:53  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

আকাশ: বন্ধুরা, এখন নভেল করোনাভাইরাস নিউমোনিয়া তথা কোভিড-১৯ প্রতিরোধের লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ সময়। চীনের জনগণ সবসময় নিজের আওতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলকে সহায়তা করে আসছে। ৩১ মার্চ পর্যন্ত চীন সরকার ১২০টি দেশ ও ৪টি আন্তর্জাতিক সংস্থাকে এন৯৫ মাস্ক, পিপিই, টেস্ট কিট, ভেন্টিলেটর-সহ নানা সহায়তা দিয়েছে। ৭ এপ্রিল পর্যন্ত চীন ইতালি, সার্বিয়া, কম্বোডিয়া, পাকিস্তান, ইরান, ইরাক, লাওস, ভেনিজুয়েলা, ফিলিপিন্স-সহ ৯টি দেশে ১১টি চিকিৎসকদল পাঠিয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040