চীনে নতুন কোভিড-১৯ রোগী ১১ জন
  2020-04-26 14:10:45  cri
এপ্রিল ২৬: চীনের স্বাস্থ্য কমিটি আজ (রোববার) জানায়, গতকাল (শনিবার) সারা চীনে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১১ জন। তাদের মধ্যে ৫ জন বিদেশফেরত এবং বাকি ৬ জন স্থানীয়ভাবে আক্রান্ত। পাশাপাশি, লক্ষ্যণহীন আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ জন বেড়েছে।

কমিটি জানায়, বর্তমানে চীনে চিকিত্সাধীন রোগীর সংখ্যা ৮০১। এর মধ্যে আইসিইউতে ৫১ জন আছে। এখন পর্যন্ত চীনে এই রোগে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন সর্বমোট ৭৭,৩৯৪ জন। আর মৃত্যুবরণ করেছেন সর্বমোট ৪৬৩২ জন। এদিকে, হুপেই প্রদেশে এদিন নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

ওদিকে, হংকং, ম্যাকাও ও তাইওয়ানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন সর্বমোট ১৫১১ জন। এদের মধ্যে হংকংয়ে ১০৩৭ জন (৪ জন মারা গেছেন), ম্যাকাও ৪৫ জন, তাইওয়ানে ৪২৯ জন (৬ জন মারা গেছেন)। (স্বর্ণা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040