'আফ্রিকাকে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করছে চীন'
  2020-04-25 20:01:41  cri

এপ্রিল ২৫: আফ্রিকা মহাদেশে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। মহাদেশের বিভিন্ন দেশে তা অব্যাহতভাবে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে চীন কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আফ্রিকার বন্ধু-রাষ্ট্রগুলোকে সাহায্য করে যাচ্ছে।

স্থানীয় সময় ২৩ এপ্রিল চীনের চিকিৎসকদল বুর্কিনা ফাসোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয় পরিদর্শন ও মত বিনিময় করে। ওখানে তারা স্থানীয় মহামারীর পরিস্থিতি ও প্রতিরোধক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং মহামারী প্রতিরোধক অভিজ্ঞতা শেয়ার করেন। সভাশেষে চীনা বিশেষজ্ঞরা দেশের রাজধানীর একটি স্থানীয় ক্লিনিকে যান। ওখানে স্থানীয় চিকিৎসক ও মহামারী প্রতিরোধক কর্মকর্তাদের মহামারী প্রতিরোধ ও চিকিৎসা দেয়া সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট পরামর্শ দেন।

পাশাপাশি চীনা সরকার, চীনা শিল্পপ্রতিষ্ঠান, ও প্রবাসী চীনারা আফ্রিকাকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে। (আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040