এপ্রিল ২৫: স্থানীয় সময় ২৪ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদ্হানম, ফ্রান্সের প্রেসিডেন্ট, ইইউ কমিশেনের চেয়ারম্যান ও বিল গেট্স ফাউন্ডেশান যৌথভাবে বিশ্বব্যাপী সহযোগিতা-পরিকল্পনা বাস্তবায়নের কাজ উদ্বোধন করে। এর লক্ষ্য হচ্ছে কোভিড-১৯ প্রতিরোধে টিকা, চিকিৎসা ইত্যাদি খাতে গবেষণা এগিয়ে নিয়ে যাওয়া।
হু-র মহা-পরিচালক জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক অংশীদারকে সঙ্গে নিয়ে একযোগে কোভিড-১৯ প্রতিরোধ ও এতে আক্রান্তদের চিকিৎসা দেওয়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিসসহ অনেক আন্তর্জাতিক নেতা এ কার্যক্রমের অনলাইন উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। (আকাশ/আলিম/রুবি)