'দংফাংহং ১'-এর বিজ্ঞানীদের চিঠির জবাব দিয়েছেন সি চিন পিং
  2020-04-24 18:33:28  cri
এপ্রিল ২৪: আজ (শুক্রবার) পঞ্চম 'চীনা মহাকাশ দিবস' ও 'দংফাংহং ১' সফলভাবে উৎক্ষেপণের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং 'দংফাংহং ১'-এর দায়িত্বে অংশগ্রহণকারী বিজ্ঞানীদের চিঠির জবাব দিয়েছেন। সি চিন পিং চিঠিতে বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি 'দুটি বোমা এবং একটি উপগ্রহের আত্মা' চিন্তার প্রচার ও চীনের মহাকাশ নির্মাণের প্রত্যাশা প্রকাশ করেছেন।

সি চিঠিতে বিজ্ঞানীদের বলেন, আপনারা যৌবন দিয়ে মাতৃভূমির মহাকাশ রক্ষার কাজে অংশ নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। তিনি জোর দিয়ে বলেন, কখনও আত্মনির্ভরশীলতা ও পরিশ্রমের চেতনা ও উত্সাহ পরিবর্তন হবে না। নতুন যুগে মহাকাশ কর্মীদের উচিত কঠিনতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্রুত চীনের মহাকাশ খাতে শক্তিশালী রাষ্ট্রের মহাস্বপ্ন বাস্তবায়ন করা দরকার।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040