লিউ দ্য হুয়া
  2020-04-24 14:02:04  cri

লিউ দ্য হুয়া, ১৯৬১ সালের ২৭ সেপ্টেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের বিখ্যাত অভিনেতা, কন্ঠশিল্পী এবং প্রযোজক।

১৯৮৫ সালে লিউ দ্য হুয়া হুয়াসিং রেকর্ডস কোম্পানীতে যোগ দেন। একই বছর তাঁর প্রথম অ্যালবাম 'শুধু জানি এই মুহূর্তে তোমাকে ভালোবাসি' প্রকাশিত হয়। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীতমহলে যোগ দেন।

১৯৮৭ সালে লিউ দ্য হুয়া ইএমআই রেকর্ডস কোম্পানীতে যোগ দেন। একই বছর তাঁর ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'অনুভূতি' বাজারে আসে।

১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে লিউ দ্য হুয়া'র তৃতীয় অ্যালবাম 'তোমার কাছে ফিরে আসি' প্রকাশিত হয়।

১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসে লিউ দ্য হুয়া'র প্রথম চীনা ভাষার অ্যালবাম 'তোমার কাছে ফিরে আসি' রিলিজ হয়। একই বছরের অক্টোবর মাসে তাঁর অ্যালবাম 'ভালোবাসার লিংক' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'ভালোবাসাকে ভুলে যাও'সহ ৮টি গান।

১৯৯০ সালে লিউ দ্য হুয়া 'হবে কি না' অ্যালবাম নিয়ে সঙ্গীত মহলে বিখ্যাত হয়ে ওঠেন। এপ্রিল মাসে তাঁর অ্যালবাম 'যদি আমি তোমার লেজেন্ড' প্রকাশিত হয়। এই অ্যালবাম প্রকাশের পর পরই দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৫ লাখেরও বেশি কপি বিক্রি হয়। ডিসেম্বর মাসে লিউ দ্য হুয়া-এর ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'আবার দেখা হবে' প্রকাশিত হয়।

১৯৯১ সালের জানুয়ারি মাসে লিউ দ্য হুয়া'র অ্যালবাম 'একসাথে কাটানো সময়' বাজারে আসে। এই অ্যালবামের থিম সং 'একসাথে কাটানো সময়' সেই বছর দশটি শ্রেষ্ঠ চীনা গানের একটি হিসেবে পুরস্কার পায়।

১৯৯২ সালে লিউ দ্য হুয়া লস অ্যাঞ্জেলেস ও সানফ্রান্সিসকোসহ বিভিন্ন শহরে কনসার্ট ট্যুর আয়োজন করেন।

১৯৯৩ সালে লিউ দ্য হুয়া হংকংয়ে ২০টি কনসার্ট আয়োজন করেন। নভেম্বর মাসে, লিউ দ্য হুয়ার ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'উত্তর হলো তুমি' প্রকাশিত হয়।

১৯৯৪ সালে তাঁর চীনা ভাষার অ্যালবাম 'ভালোবাসা ভুলে যাওয়ার পানি' রিলিজ হয়। এই অ্যালবামের থিম সং 'ভালোবাসা ভুলে যাওয়ার পানি' সেই বছর শ্রেষ্ঠ দশটি চীনা ভাষা গানের সোনালি পুরস্কার পায়।

১৯৯৪ সালের ২৫ নভেম্বর লিউ দ্য হুয়া'র অ্যালবাম 'স্বর্গের ইচ্ছা' বাজারে আসে। ১৯৯৫ সালে লিউ দ্য হুয়ার আরেকটি অ্যালবাম 'সত্যি চিরদিন' প্রকাশিত হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ দ্য হুয়া'র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040