মহামারীর সময় মার্কিন প্রতিষ্ঠানগুলোর চীনে বিনিয়োগ নিয়ে সিআরআই সম্পাদকীয়
  2020-04-23 20:01:59  cri
এপ্রিল ২৩: গতকাল (বুধবার) চীনের বেইজিং ও হুইচৌ এবং যুক্তরাষ্ট্রের ডালাস শহরে যৌথ উত্পাদন পুনরুদ্ধারে ক্লাউড সম্মেলন আয়োজন করা হয়। মার্কিন এক্সোনমোবাইল কোম্পানি কুয়াংতং প্রদেশের হুইচৌতে ১০ বিলিয়ন মার্কিন ডলারের ইথিলিন প্রকল্পে বিনিয়োগ করেছে। এটি চীনে মার্কিন প্রতিষ্ঠানের প্রথম ও একমাত্র পেট্রোকেমিক্যাল প্রকল্প। বর্তমানে গোটা বিশ্বে কোভিড-১৯ চলাকালীন সরবরাহ ও চাহিদা ভারসাম্যহীন হয়ে পড়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাস পাচ্ছে। কিন্তু এক্সোনমোবাইল চীনে একটি স্থায়ী প্রকল্পে বিনিয়োগ করেছে। এতে প্রতিফলিত হচ্ছে যে, বিশ্বের পেট্রোকেমিক্যাল জায়ান্ট এক্সোনমোবাইল চীনের প্রতি আশাবাদী। সিআরআই সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।

গত তিন মাসে চীন ১৪০ কোটি চীনা জনগণকে নেতৃত্ব দিয়ে সফলভাবে ব্যবস্থাপনা ও শক্তিশালী পরিচালনার মাধ্যমে কার্যকরভাবে ভাইরাস নিয়ন্ত্রণ করেছে।

এদিকে গত ৮ এপ্রিল উহানে লকডাউন শেষ হয়। এদিন অন্য একটি মার্কিন প্রতিষ্ঠান ওয়ালমার্ট ওই শহরে আরো ৩ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ বাড়ায়।

চীনা অর্থনীতির স্থায়ী বৃদ্ধির পরিস্থিতি কখনো পরিবর্তন হয় নি। চীন বিশ্বের শিল্প চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বিনিয়োগের গন্তব্যস্থল পরিণত হয়েছে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040