মেধাস্বত্ব জোরদার ও এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার নতুন পরিস্থিতি গড়ে তুলছে চীন
  2020-04-23 18:11:08  cri
এপ্রিল ২৩: ২০১৯ সালে মোট ৩.০৭ লাখ বার চীনের পেটেন্ট হস্তান্তর, অনুমোদন ও চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্যে মেধাস্বত্ব চুক্তি স্বাক্ষরের পরিমাণ ৯২৮.৬৯ বিলিয়ন ইউয়ান। ধারাবাহিক মেধাস্বত্ব ব্যবস্থাপনা পরিকল্পনা ও প্ল্যাটফর্ম দ্রুত কার্যকর হচ্ছে। এ ছাড়া মেধাস্বত্বের আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহতভাবে উন্নত হচ্ছে। মেধাস্বত্বের আন্তর্জাতিক সহযোগিতার নতুন পরিস্থিতি গড়ে উঠছে।

চীনের জাতীয় মেধাস্বত্ব ব্যুরোর মহাপরিচালক শেন ছাং ইউ আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

পরিসংখ্যানে বলা হয়, চীন এখন মেধাস্বত্বের বৃহত্তম দেশ। ২০০৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত চীনের মূলভূভাগে অনুমোদিত মেধাস্বত্বের পরিমাণ ৮৪ হাজার থেকে ১৮.৬২ লাখে উন্নীত হয়েছে। নিবন্ধিত ট্রেডমার্কের পরিমাণ ২৩.৫৩ লাখ থেকে ২.৫২১৯ কোটিতে বৃদ্ধি পেয়েছে।

এ পর্যন্ত চীন ৮০টিরও বেশি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে মেধাস্বত্ব সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছে। এর মধ্যে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় মেধাস্বত্ব সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040