কোভিড-১৯ সম্পর্কে যথাসময়ে সর্বোচ্চ সতর্কতা জানায় হু
  2020-04-23 18:08:01  cri
এপ্রিল ২৩: বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু গত ৩০ জানুয়ারি 'আন্তর্জাতিক স্বাস্থ্য প্রবিধান' অনুযায়ী বিশ্বে নভেল করোনাভাইরাস ইস্যুতে যথাযথ সময় সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করেছিল। তখন চীন ছাড়া অন্যান্য দেশ এ ভাইরাস রোধে যথেষ্ট সময় পেয়েছিল এবং ভাইরাস সংক্রামণের চেইন ভেঙ্গে ফেলার সুযোগ ছিল।

হু'র মহাপরিচালক তেদ্রোস আধানম গতকাল (বুধবার) নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।

তিনি জানান, তখন চীনের বাইরে অঞ্চলে মাত্র ৮২জন এ রোগে আক্রান্ত ছিল এবং এর মধ্যে অধিকাংশ আক্রান্তই চীনের কাছাকাছি অঞ্চলে অবস্থান করছিল।

তিনি বলেন, বিভিন্ন দেশের বিশেষজ্ঞের আলোচনার মাধ্যমে 'আন্তর্জাতিক স্বাস্থ্য প্রবিধান' অনুযায়ী সতর্কতা প্রকাশ করেছিল হু।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040