বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন রক গায়কের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তার নাম কেং সি হান। তিনি তার শক্তিশালী ও আকর্ষণীয় পারফরমেন্সের জন্য বিখ্যাত। আজকের অনুষ্ঠানে আমরা তার কিছু সুন্দর গান শুনবো।
অনুষ্ঠানের শুরুতে কেং সি হানের গাওয়া একটি গান 'কুলৌ সিয়ান শেং' শুনুন। গানটি একটি ব্যালেড হলেও কেং সি হান রক সংগীতের ঢঙে নতুন করে গানটি গেয়েছেন। চলুন গানটি শুনি। গান ১
কেং সি হান ১৯৯৩ সালে চিয়াংসু প্রদেশের সিয়ুচৌ শহরে জন্মগ্রহণ করেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তার সংগীত প্রতিভা দেখা যায় এবং স্কুলের সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। সংগীতে অতিরিক্ত মেতে থাকার জন্য এক সময় তাকে স্কুল ছাড়তে হয়। তবে অবশেষে, তিনি ভালো ফলাফল নিয়ে নানচিং আর্টস অ্যাকাডমিতে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে কেং সি হান বিভিন্ন বার ও অনুষ্ঠানে পারফরমেন্স করতে শুরু করেন।
বন্ধুরা, এখন শুনুন কেং সি হানের নতুন করে গাওয়া একটি জনপ্রিয় গান 'স্বপ্নের মতো মুক্ত'। গান ২
২০১৪ সালে কেং সি হান চীনের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান 'ভয়েস অফ চায়নাতে' অংশগ্রহণ করেন। তার চমত্কার পারফরমেন্স সব বিচারকের স্বীকৃতি ও প্রশংসা পায়। এর মাধ্যমে আরো বেশি লোক তাকে জানতে পারে। বন্ধুরা, এখন শুনুন সে অনুষ্ঠানে কেং সি হানের গাওয়া একটি গান 'সুন্দর বিশ্বের অনাথ'। গানটি চীনে খুব জনপ্রিয় একটি রক গান। গানে এই বড় পৃথিবীতে নিঃসঙ্গভাবে বেড়ে ওঠার চাপ প্রকাশিত হয় এবং শক্তিশালী ও সহাসীভাবে সামনে এগিয়ে যাওয়ার উত্সাহ পাওয়া যায়।
বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৩
২০১৫ সালে কেং সি হান 'এশিয়ান ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডসের' প্রাচ্য অনুষ্ঠান ও চীনের 'ফ্যাশন ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডসের' শ্রেষ্ঠ নতুন গায়কের পুরস্কার পান। ২০১৬ সালে কেং সি হান চারজনকে নিয়ে 'পথ আবিষ্কারক' ব্যান্ড-দল প্রতিষ্ঠা করেন এবং তিনি প্রধান গায়কের ভূমিকা পালন করেন।
বন্ধুরা, এখন শুনুন কেং সি হান ও তার ব্যান্ড 'পথ আবিষ্কারকের' গান 'নীল'। তাদের এই গানটি ভবিষ্যত, সমুদ্র, অভিযাত্রা, উদ্যম এবং আকাঙ্ক্ষার প্রতীক। আশা করি, গানটি শুনে নিশ্চয়ই গানের প্রাণশক্তি অনুভব করতে পারবে। চলুন গানটি শুনি। গান ৪
বন্ধুরা, এবারের গানে আমরা শুনবো কেং সি হানের গান 'গোপন তৃণভূমি'। গানটি ২০১৬ সালে প্রকাশিত হয়। গানে বলা হয়, সবার মনে একটি গোপন তৃণভূমি আছে। সেখানে জ্যোৎস্নার আলো ঘাসে নেচে বেড়ায়। সেখানে মুক্তভাবে গান গাওয়া যায়। সেই জায়গায় কেউ যায়নি। আমি তা চিরদিন স্মরণ করবো। তোমার মনে এমন গোপন জায়গা আছে কি? গান ৫
২০১৭ সালে কে সি হান চীনের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান 'স্বপ্নের শব্দে' অংশ নেন। তিনি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ও জনপ্রিয় গায়ক হুয়া ছেন ইয়ুকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। ২০১৮ সালে তিনি নিজের রচিত ৩টি গান প্রকাশ করেন এবং সবগুলো ভালো হয়। ২০২০ সালে তিনি চীনের জনপ্রিয় টিভি সংগীত অনুষ্ঠান 'গায়কে' অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতায় জয়লাভ করেন। বিভিন্ন প্রতিযোগিতার পর তার সংগীত আরো বৈচিত্র্যময় ও পরিপক্ব হয়ে ওঠে।
বন্ধুরা, এখন শুনুন তার গাওয়া একটি সুন্দর গান 'তোমার একটি রাত ধার নেবো'। গান ৬
বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে কেং সি হানের ২০১৮ সালে প্রকাশিত একটি সুন্দর গান শুনবো; গানের নাম '২০ বছর বয়সী দেবতা'। গানে বলা হয়, প্রত্যেক লোকের দুর্বল সময় ছিল, অবশেষে সে নিজের দেবতায় পরিণত হয়। এজন্য আমাদের সাহসী মন নিয়ে চেষ্টা করতে হবে। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৭