তিব্বত ও সিনচিয়াংয়ের গ্রন্থাগারে 'ক্লাউড রিডিং' পরিষেবা জোরদার
  2020-04-23 11:53:33  cri

এপ্রিল ২৩: আজ ২৩ এপ্রিল বিশ্ব বই পড়া দিবস। তিব্বতের লাসা শহরে অবস্থিত তিব্বত গ্রন্থাগারটি গত ২১ তারিখ থেকে আবারও চালু হয়েছে।

পাঠকরা গাসাং ওয়াংতৌ গ্রন্থাগারে ঢুকেই প্রতিটি টেবিলে একটি গোলাপ ফুল দেখতে পান। ৩ মাস বন্ধ শেষে গ্রন্থাগারটি পুনরায় চালু হলে প্রথম ১০০জন পাঠকের জন্য এটি বিশেষ উপহার।

মহামারী চলাকালে যুবকযুবতীদের বই পড়ার সুযোগ দিতে তিব্বতের গ্রন্থাগার অনলাইনে বই পাঠ পরিষেবা চালু করেছে। পাঠকরা মোবাইল অ্যপের মাধ্যমে তিব্বতি ও চীনা ভাষার বই ও পত্রিকা পড়তে পারছেন।

এদিকে, বিশ্ব বই পড়া দিবস উপলক্ষ্যে সিনচিয়াংয়ের গ্রন্থাগারে 'ক্লাউড রিডিং' পরিষেবা চালু হয়েছে। পাঠকরা বাসায় বসে ১২ হাজার ই-বই পড়ার সুযোগ পাচ্ছেন। সেই সঙ্গে, প্রতিদিন নতুন নতুন বই ক্লাউড সার্ভারে আপলোড করা হচ্ছে।

(স্বর্ণা/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040