বিদেশে চীনা নাগরিকদের সহায়তা দিচ্ছে বেইজিং
  2020-04-22 19:39:27  cri
এপ্রিল ২২: কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পর বিদেশে চীনা নাগরিকদের স্বাস্থ্য খাতে হুমকি সৃষ্টি হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে চীনা দূতাবাস সার্বিকভাবে বিভিন্ন সম্পদ দিয়ে বিদেশে চীনা নাগরিকদেরকে সমর্থন ও সহায়তা দেওয়ার চেষ্টা করছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

মুখপাত্র বলেন, চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি ও চীন সরকার বরাবরই বিভিন্ন সামগ্রী পাঠিয়ে চীনা নাগরিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য রক্ষা করছে। চীনের প্রেসিডেন্ট সি বহুবার বিদেশে চীনা নাগরিকদের ভাইরাস প্রতিরোধের সহায়তা ও সমর্থন দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040